কবি গুরুদাস পালের কবিতা ও গান
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
বন্দনা     
গুরুদাস পাল

প্রথম ছন্দে অধম বন্দে-----
.            ( এই ) জন্মভূ
গয়া কি কাশী, মক্কা কিম্বা
.                মদিনার চে
যে মাটির ধূলি কণা প্রতি
আঁধারে দেখায় পথ, দিশে
যুগে যুগে কত শত অমৃত
যে মাটিতে গেয়ে গেল জী
শত শত শহীদের রুধিরে
দেখায় নিশানা, পথ পায়
( সেই ) মাটির টানে মাটি
.            যাবে কি জীব
সভাতে বন্দিনু আমি জন
যাঁদের স্মরণে ভয় ভীতি
ইতিহাস গতি পথে স্মৃতি
ঘন কুয়াশার মাঝেতে নি
দেখায় পথের দিশা ভ্রান্ত
প্রণমি সে মধ্যবিত্ত কিষাণ
( যাদের ) কর্মধারা করে
.                মরুকে পরি
পরে বন্দি তরুণপ্রতীক ছাত্রদল
দেশের কল্যাণে যারা রক্ত করে জল
যাদের মরমজয়ী জীবনের গানে
নিতি নিতি ক্ষিতি তলে বরাভয়দানে
বিজ্ঞানের অগ্রগতি যাহাদের দান
তাদের বন্দিয়া আমি রচি এই গান
( যাদের ) নিশান তুলে, যাই যে ভুলে
.                 তুচ্ছ ঝগড়া ঝাঁটি গো |
নির্বাচনের ওই পটভূমিকায়
চারিভিতে প্রকাশিত ব্যথা বেদনায়
পথে পথে শতে শতে গেয়ে চলি গান
যতদিন বাংলার এই মহাশ্মশান
না জগিবে , না ফুটিবে নব কিশলয়
অত্যাচারীর গ্লানি মাখা পরাজয়
না উড়াবে জনতার বিজয় নিশান
ততদিন শান্ত মোর হবে না তো গান
নির্বাচনে, সর্বজনে--------
.          ( যেন ) যোগায় সে ভাষাটি গো |

.          ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
.             আহা কিবা মহিমা
.                     ও রাম নামের ...... ইত্যাদি
এই না হলে স্বাধীন দেশ আর সমাজতন্ত্রের খাঁচা----
( আমরা ) টের পেয়েছি প্রাণপাখিটা যায়নি ছেড়ে খাঁচা
.              আহা কিবা মহিমা
.                        ও রাম নামের ------ ইত্যাদি
বুকটা করে ঢিপিস্ ঢিপিস্ কাজেই বেঁচে আছি
ঠ্যাংটা আছে রাষ্ট্রগাড়ির চাকার কাছাকাছি
.              আহা কিবা মহিমা
.                       ও রাম নামের--------- ইত্যাদি
ঘ্যাচাং করে কোন্ ফাঁকেতে হয়তো দেবে চেপ্ টে
স্বাধীন চাকায় অনন্ত কাল-------থাকতে পাব নেপ্ টে
.              আহা কিবা মহিমা
.                       ও রাম নামের-------- ইত্যাদি
ওটা তোমার হয়ে যাবে------- ভোটটা মিটে গেলে
অতুল্য বিধান চক্র নয়তো কাঁচা ছেলে |
.             আহা কিবা মহিমা
.                       ও রাম নামের ------ ইত্যাদি
( এইতো ) কেমন ধারা দেশটা ছিল, কেমন করে দিল
গরিব লোকের ধুচ্ নি কুলো, সব তো হরে নিল
.             আহা কিবা মহিমা
.                       ও রাম নামের ------- ইত্যাদি
( আমরা ) ভাত কাপড়ের কেউ না শুধু মন যোগানোর দাসী
তাইতো এমন সামাজতন্তোর বড্ডো ভালবাসি
.              আহা, কিবা মহিমা
.                       ও রাম নামের ------- ইত্যাদি
( এদের ) মুখেতে অহিংসা বুলি হাতে নারী রক্ত
( কত ) জুচ্চুরিতে হাত পাকায় আর মোটর হাঁকায় ভক্ত
.             আহা, কিবা মহিমা
.                       ও রাম নামের ------- ইত্যাদি
ধুলোবালি পাথর কাঁকর, বিকোয় চালের দরে
ফুটফুটে ওই ছেলেমেয়েরা ফুট্ পাথেতে মরে
.            আহা কিবা মহিমা
.                      ও রাম নামের -------- ইত্যাদি
( এরা ) সাতকে করে সতেরো আর নয়কে করে হয়গো
জয় জয় করতে করতে করে দিল ক্ষয় গো
.            আহা কিবা মহিমা
.                     ও রাম নামের ---------- ইত্যাদি
চীন্ চীন্ করে করে চিনি চাল সাপ্ টায়
গোয়া থেকে সরে ছিল, সালাজারি ঝপটায়
.           আহা কিবা মহিমা
.                    ও রাম নামের ---------- ইত্যাদি
( যখন ) লক্ষ লক্ষ ‘অবাধ্য’ লোক পড়তে গেল ঝাঁপিয়ে
( এরা  ) নিজেদের নামজাহির করে, চাপে পড়ে লাফিয়ে
.           আহা কিবা মহিমা
.                   ও রাম নামের -------- ইত্যাদি
বেরুবাড়ি কাঁড়ি কাঁড়ি মানুষের কান্না
মন্ তোরে উড়াইল, ধারে কাছে যান না
.           আহা কিবা মহিমা
.                   ও রাম নামের ------- --ইত্যাদি
শান্তিকামী বলে নিজের ঢাকে মারে কাঠি
ডালহৌসিতে চলল গুলি টিয়ারগ্যাস লাঠি
.           আহা কিবা মহিমা
.                   ও রাম নামের------------ইত্যাদি
( যখন ) মজুর নামে ধর্মঘটে অভাবের কারণে
পুলিশ এসে প্যাঁদানি দেয় কে কার কথা শোনে
.           আহা কিবা মহিমা
.                   ও রাম নামের -------- ইত্যাদি
এই তো সেদিন হিন্দ্ মোটরে বাপ্ রে সে হাম্ লা
সমাজতান্ত্রিক ধাঁচার ঠেলা, পারিস তো কেউ সাম্ লা
.           আহা কিবা মহিমা
.                    ও রাম নামের ---------ইত্যাদি
জমিন্ দারি এক্কেবারে চড়কগাছে তুলবে
চাষী একটু চাইলে মাটি ( তার ) বুকে গাব্বু খুলবে
.           আহা কিবা মহিমা
.                    ও রাম নামের---------- ইত্যাদি
রাম রাজত্বে নক্সা তো আজ দেখ্ তিচি সক্ কোলে
রামায়ণের লেখা, যাচ্ছে উল্ টো কথা বলে
.           আহা কিবা মহিমা
.                    ও রাম নামের -------- ইত্যাদি
কৃষক -মজুর-প্রজা-রাজ আর ওই যে গণতন্ত্র
ওসব বচনগুলি কেবল পকেট মারার যন্ত্র
.           আহা কিবা মহিমা-------- ইত্যাদি
আগে কি কেউ বুঝত এসব দামি দামি কথা
হবুচন্দ্র রাজার কৃপায় খুলছে এখন মাথা
.            আহা কিবা মহিমা
.                     ও রাম নামের ------ ইত্যাদি
এই যাওয়া তো শেষের যাওয়া আর যেতে হবে না
পাঁচ বছরে যাওয়ার মতো কেউ বেঁচে রবে না
.            আহা কিবা মহিমা
.                     ও রাম নামের মহিমা -------ইত্যাদি
হরিবোল, হরিবোল, হরিবোল বলো ভাই |

.                     ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
.                                           একি দুরাশা !
.              যত সংখ্যালঘু শঙ্কা মনে
.              ভাবছে মনে--- হায় কেমনে
সঙ্গোপনে মন রেখে কার বাঁচিয়ে রাখে প্রাণ
.              বর্ণচোরা কর্ণধারে
.              মর্ম বুঝে কোপ্ টি মারে
ঘাপটি মেরে সাপ্ টাতে চায় সামনের ইলেক্ শান
.                                             একি দুরাশা-----
.              জপিয়ে যত জালিমগণে
.              ডালিমদানা খায় গোপনে
তালিম দেওয়া টাকায় হবে---- জম্ জমাটি জাঁক
.               উড়িয়ে দেবে রঙিন ফানুষ
.               ঘাবরে যাবে দেশের মানুষ
তবে কিনা, তলার মাটি বেবাক চিচিং ফাঁক
.                                             একি দুরাশা-------
.               যাক্ গে ওসব থাকগে বাকি
.               ফাঁক্ তালেতে ফাঁসব নাকি
বাঁশ নিয়ে তো মাসকাবারি আইনে যারা খায়
.               হয়তো কোথাও ঘাপ্ টি মেরে
.               দেখছে এ গান গাইছে কেরে
কর্মফেরে ‘নাচারে’ নাম টুক্ তেছে খাতায়
.                                            একি দুরাশা-----
.               তাইতো বেশি সজ্জা করে
.               বল্ তে কিছু নজ্জা করে
ভদ্রবেশী বজ্জাতেরা ঘর জ্বালাবে পাছে
( তাই ) বল্ ছে লোকে কর্ণে শুনি
.               বর্ণে বর্ণে ধুক্পুকুনি
টুক কোরে যায় ‘টুনটুনিরা’ টিক্ টিকিদের কাছে
.                                            একি দুরাশা-------
.               তারপরে তো হদ্দ মজা
.               খাইয়ে দেবে খাস্তা গজা
অর্থাৎ সেই খেঁটে ধ্বজা পড়বে দমাদ্দম
.               সব শেষে যা ঘটতে পারে
.                বলব বলুন কি দরকারে
সরকারের সব কেলেঙ্কারি জানে কি কেউ কম,
.                                        একি দুরাশা--------
.                কাজেই যে যা করুকগে ছাই
.                শুক্ নো ল্যাঠায় কাজ কিছু নাই
রাং কি সোনা করতে যাচাই চাইনা এ সভায়
.                 মরছি মরি, লাখ কি দুলাখ
.                 ‘স্বাধীন’ ভারত থাক বেঁচে থাক
সরু সরু চাল কিনে খাক শ্রীযুত বিধান রায়
.                                         একি দুরাশা------
( আমি ) ঘাপ্ টি মেরে থাকব পড়ে
.          অহিংসার ওই ধ্বজা ধরে
মরে মরে দেশটা যদি উজোড় হয়ে যায়
.           কুছ পরোয়া নেইকো তাতে
.           পারব নিজের ঘর জ্বালাতে
অতুল্য ঘোষ হাতে হাতে দেয় যদি বিদায়
.                                         একি দুরাশা----
.           তবে কিনা ভোটের ঝোঁকে
.           বিগড়ে গিয়ে দেশের লোকে
সবাই মিলে যদি রোখে হিন্দু-মুসলমান
.           জন জাগরণের ঝড়ে
.           যদি গদি উল্ টে পড়ে
( আমার ) ঘরের খড়ের তড়পাগুলো করব ওদের দান
.                                              একি দুরাশা------
( ওদের ) বলদগুলো খেতে পাবে
.            বলদগুলো কেটে যাবে
নতুন সুরে গান শোনাবে নতুন কবিয়াল
.            হয়ত আমি থাকব নাকো
.            সেদিন কাজে লাগব নাকো
কোনও দিন গান আর জাগব নাকো হবে না সকাল
.                                   একি দুরাশা, একি দুরাশা


.            এবার ভাঙল বুঝি ভুল
সম্মুখে ওই মৃত্যু খাঁড়া পশ্চাতে ত্রিশূল
.                    এবার, ভাঙল বুঝি ভুল
টুট্ ছে আঁধার ফুটছে আলো, ছুট্ ছে নরনারী
শঙ্কা কিরে ডঙ্কা মেরে দাওনা সাগর পাড়ি |
.                                                   এবার---------
আসমুদ্র হিমাচলের অসন্তোষের ------ঝড়ে
কংসরাজের কাঁপছে কারা কখন ভেঙে পড়ে |
.                                             এবার-----
ডাক্ দিতেছে কুচবিহার আর কাকদ্বীপের ওই মাটি
সেই ডাকে খাঁক্ হোকনা মোদের তুচ্ছ ঝগড়াঝাঁটি
.                                              এবার------
দুর্যোধনের সৈন্য আজও সগর্বে বিরাজে
কোথায় আছ সব্যসাচী নির্যাতিতের মাঝে
.                                               এবার-------
বাজাও তোমার পাঞ্চজন্য, প্রলয় হুঙ্কারে
ওঙ্কার ধ্বনি গর্জে উঠুক প্রণব ঝঙ্কারে
.                                               এবার------
প্রতিভার এই আত্মা আজও বৌবাজারের মোড়ে
অহল্যার অজাত শিশু পিছু পিছু ঘোরে
.                                                এবার-------
শত শহীদের খুনে আমাদের ঋণ
শুধিবারে আসিতেছে সেই শুভদিন
.                                                এবার-----
জেগে ওঠো মৃত্যুঞ্জয়ী অমর জনতা
মুছে দাও অতীতের ব্যর্থতার কথা
.                                               এবার------
আগে চলো, আগে চলো, হও আগুয়ান
মরণ বিজয়ী হিন্দু আর মুসলমান
.                                               এবার-------
সবাকার এ মাটিতে মিলেমিশে বাঁচ্ তে
দিতে হবে ভোট যেথা ধানশীষ কাস্তে
.                                               এবার------



.                     ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
.           ( আমার ) জীবন ঘড়িতে বারোটা বাজালি

( আমার ) যৌবন জোয়ারে অসময়ে ভাঁটা
.           একেতো ঘড়ির পেনিয়ান কাটা
.           দম দিতে দিতে বেদম নাটাপাটা
.                   কাঁটা পেরেক ঠুকে চৌদিকে সাঁটালি

.           ঠুকেঠাকে মাগো কটাদিন চলে
( তোমার ) জোরাতালি ধরে ফেলেছে সকলে
( তারা ) অকথা কুকথা যথাতথা বলে
.                      এত করে মাথা অযথা খাটালি |

( তুমি ) গোপনেতে খাও মা ফোঁকটের গজা
.            বাইরে এসে অহিংসার ধ্বজা
( ওটা ) আপাতমধুর আপাতত মজা
.            ( ওই ) মজাকে মজাবে ( এক ) মজার চোরাবালি |

.                আট্ কাবে না জল ও ভাঙা ছাতায়
.           কেন নাম লেখালে কংগ্রেসি খাতায়
.           চিকে কাটো আগে খাতার পাতায়
.                      ডেউরে কলাতে হায় ফলাবে কাঁটালি
.           ওই দেখ কোটি কোটি নারায়ণ
.           কংস কারার ঘটাতে পতন
.           গর্জিছে ধরি মহা সুদর্শণ
.                     আনে আলোড়ন নব বনমালি |
.           ধর্ষিতা কুলনারীর অভিশাপে
( ওদের ) পাপের তরণী ডোবে মহাপাপে
.           আলিপুরে তাই কারাগার কাঁপে
.                   জাগে মহাশিশু, মহা শক্তিশালী
.           নির্বাচনেতে শক্তি পরীক্ষায়
.           জনস্রোত দেখ মা মহাবেগে ধায়
.           ভাবছি শেষে তোর মা কি হবে উপায়
.                    ফিরে আয় কেন ও পথ মাড়ালি |

.           সারেন্ডার কর মা গণআদালতে
.           টেনেটুনে তোকে নেব কোনও মতে
.           বাপবেটিতে মিলে যাব একই পথে
.                    বাড়াভাতে ওদের ঢেলে দেব বালি |

.           মা ভগিনী, খুড়ো, জ্যাঠা, মেসো, পিসে,
.           সবাই যাব মিশে কাস্তে ধানের শীষে
.           চোদ্দটা বছর মা ( যারা ) মারছে পিষে পিষে
.                    কিসের আশে করব, তাদের দালালি |

.                     ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
.                             অরণ্যে রোদনে
( যা ) বাগিয়ে নিছি পাঁচ বছরে গোপনে গোপনে
( তা ) বড় দাদা আর আমি ছাড়া
.                  জানবে কি তৃতীয় জনে ?
.                          যাবই এবার বনে |
কয় ডজন বা লোক মেরেচি------
তারই তরে ছি ছি ছি ছি
চ্যাঁচামেচি, মিছিমিছি
.            করছে দুষ্টু জনে
( আর ) পারমিটের ওই ব্যাপারটা তো
.             ঘটেছে গোপনে
.    আমি তো জানিনি বাপু
.             ফাঁস হয়ে গেছে কেমনে
.                              যাবই এবার বনে |
.             কয়েকখানা পাকা বাড়ি
( আর ) বেনামীতে কন্ ট্যাকটারি
.             দু তিনটে ওই মোটর গাড়ি
.                     ( এ আর ) করছে না কয় জনে
( তা, হ্যাঁগা ) তোমরাও তো করতে পারো
.                           নিজের উপার্জনে ----
( প্রায় ) আড়াই কুড়ি মাইনে তো পাও
.                        খায় তো মাত্তর সাত আট জনে
.                                    যাবই এবার বনে |
( আর ) ওই গোপন গুজব শোনো
( ওর ) ভিত্তিটিত্তি নেই কো কোনও
.               ওসব ধুৎ, আমার কখনও
.                        মানে ইয়ে নেইকো কোনও
( আমি ) খদ্দর পরি, গৌরহরি
.                             স্মরি ঘন ঘন
.           কোম্পানিবাগানের ব্যাপার
.                 ( ও ) বলছে লোকে অকারণে |
.                        যাবই এবার বনে------
( ওসব ) গুল্ টিপ্পা নিওনা কানে
( তাহলে ) ডুব মার্ ব এই ইলেক্ শানে
.                         মাইরি বলছি খুব সাবধানে
.                                            থাকবে সর্বজনে
.            দুষ্টু লোকের উস্কানি কেউ
.                        শুনবে না শ্রবণে
( একেবারে ) মুড়ি মুড়কি করে নেবে
.                                অতুল্য বাবুর ভাষণে
.                                     যাবই এবার বনে
( কেন ) আল্ তু ফালতু মরবে ভেবে
.             দুটো বলদ দেখে নেবে-----
( আর ) ঘুচ্ করে ভোট দিয়ে দেবে
.                                 দেশের প্রয়োজনে
( ওই যে ) জনসংখ্যা বাড়ছে এত
( তা ) কমবে কেমনে
.             ইলেক্ ট্রিকের চুল্লিটাতে
.                              ছ্যাত্ লা ধরবে কি কারণে
.                                         যাবই এবার বনে |

.                     ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
আহা কিবা মহিমা      
গুরুদাস পাল
একি দুরাশা,--- একি দুরাশা    
গুরুদাস পাল
( একটু ) মাথা ঠান্ডা কর মা কালী       
গুরুদাস পাল
(আমি) যাবই এবার বনে      
গুরুদাস পাল