কবি গুরুদাস পালের কবিতা ও গান যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
. সফল করিতে অভিযান,
বাঁচাতে দেশের প্রাণ বাঁচাতে দশের মান
. বাঁচাতে মোদের কবিগান |
তাই আজ শ্রদ্ধায় নমি গণদেবতায়
. বিশাল সভায় ভাই বন্ধু,
মোরাও রয়েছি সাথে মিলাইয়ে হাতে হাতে
. করো পার এ অপার সিন্ধু |
নবযুগ হোক শুরু বাজুক না গুরু গুরু
. গুরু গম্ভীর রবে ডঙ্কা,
হেঁকে বলে যাত্রী ওই কালোরাত্রি
. কেটে যাবে নাহি কোনো শঙ্কা |
সুপ্রভাত শুভদিন পুরাতন হয় লীন
. নবীন দিতেছে হাতছানি,
নব যৌবন ভরে হেঁকে যায় ঘরে ঘরে
. নবজীবনের বাণী |
তবু যেন কোথা জ্বালা আজও তো ভাঙেনি তালা
. প্রগতির পথ আজও রুদ্ধ,
মুক্তির অভিযান রোধিছে সংবিধান
. গর্জে জনতা ক্রোধে ক্রুদ্ধ |
. ******************
. সুচিতে...
মিলনসাগর
( যবে ) দুর্যোগরাতি, দিশেহারা জাতি, অরাতি আপন জনে
. সে যে কী ভীষণ, বিভীষণ সিঁদ কাটে গোপনে গোপনে ||
. চৌদিকে ঘিরে, ভিতরে বাহিরে, মানব জাতির বৈরী
. তুমিই করেছ সেদিন, সংগ্রামী মন তৈরি ||
. সেই প্রণায়, লাল পতাকায়, সজ্জিত শোভাযাত্রা
. যতই আসিছে, আঁধার নাশিছে, আলো আলো পুরামাত্রা |
. কানায় কানায় যেন ভরে যায়, শোষিত গণমিছিল
. --- জায়গা নেই একতিল ||
( ক ) হে মহানগরী
. তোমারেই স্মরি
. শুরু করি মোর গান
. সেতুবন্ধনে যথা কাঠবিড়ালির দান |
( যবে ) আন্ধার রাতি
. দিশেহারা জাতি
. অরাতি আপনজনে
. সে যে কী ভীষণ
. গৃহ বিভীষণ
. হানা দেয় ক্ষণে ক্ষণে
. চৌদিকে ঘিরে
. ভিতরে বাহিরে
. মানবজাতির বৈরী
তুমিই করেছ সেদিন সংগ্রামী মন তৈরি
. লোকমুখে শুনি
. তরুণ তরুণী
. হয়ে গেছে মাতোয়ারা
. পল্লীর কোণে
. যৌবন মনে
. জেগেছে নতুন সাড়া
. নতুন এ গান
. নতুন এ প্রাণ
. নতুন বানের বন্যা
. ******************
. সুচিতে...
মিলনসাগর
. অতীত স্মৃতির অমর রেখা
. অন্তরে রয়েছে লেখা
. কয়েক বছর হয়নি দেখা
. নানাবিধ কারণে |
. ভাবুন মনে, যেতেই হবে
. আজ না গেলে যাব কবে
. হাড় কখানা কদিন রবে
. চরখা মার্কা ঘর্ষণে |
. বইছে যেরূপ দেশের হাওয়া
. হয়তো এ গান শেষের গাওয়া
. দারুণ -----টেনে যাওয়া,
. বিচিত্র কী ক্ষীণ জনে |
. ভাবছি এখন বলব বাকি
. বলতে বাকি রইল বাকি
. ঠান্ডাতে লোক বসবে বাকি
. ( কী আর ) শুনতে বাকি শ্রবণে |
. ******************
. সুচিতে...
মিলনসাগর
. ফলত মাঠে মুক্তা মতি
. কেন তোমার এ দুর্গতি
. বল গো প্রাণের দুলালী |
. ব্যথার ভারে পড়ছে নুয়ে
. রুধির ঝরে বক্ষ চুয়ে
( আমরা ) অশ্রুজলে দেব ধুয়ে
. ব্যর্থতার কলঙ্কগুলি |
. ******************
. সুচিতে...
মিলনসাগর
. বাঁধে মমতার এক বন্ধনে
. এদের স্মৃতির অমর রেখা
. অন্তরে রয়েছে লেখা
. কয়েক বছর চোখের দেখা
. হয়নি নানা কারণে
( সে সব ) আগাগোড়া বলতে গেলে
. ভোটের আগেই ঠেলবে জেলে
. লাভের চেয়ে লোকসান খেলে
. মারবে এই জনসাধারণে
. থাকগে ওসব থাকগে বাকি
. ফাঁকতালেতে ফাঁসব নাকি
. মাসকাবারি মাইনেটা কি
. খাইবি হায় অকারণে
. ******************
. সুচিতে...
মিলনসাগর
এ মহানগরী আজ
গুরুদাস পাল
এ মহানগরী আজ
. আসিয়াছে
কাঁপিতেছে মহাকাল
. রুধির সিক্ত
কৃষকেরা লাখে লাখ
. ঢাকে দশদি
জনতা ভাঙে কপাট
. মাঠে স্থান
শ্যামল ধরণীতল
(ওগো) কলকাতা --- তোমায় আজ, জানাই নমস্কার
গুরুদাস পাল
. সরার হাটের
.
. তোমার ছায়া,
. ( তো
. ফলতা থানার
. কে জানে, কী
( আমায় ) বারে বারে টেনে
. ( বাঁধে
. জীবনে কি
. সমবেত নরনা
. জ্যোতিষ দাদা
. আ
সরার হাটের মাটির ধূলি
গুরুদাস পাল
সাড়া দাও সাড়া দাও
গুরুদাস পাল
.
.
.
.
.
( সেবায় )
( আজ )
.
( আজ )
দিনাজপুরের মাটির ধূলি
গুরুদাস পাল