কবি হবীবুল্লাহ সিরাজী - জন্মগ্রহণ করেন বাংলাদেশের ফরিদপুরে। পিতা আবুল হোসেন সিরাজী
এবং মা জাহানারা বেগম।
সমকালীন বাংলাদেশের স্বনামধন্য কবি-সাহিত্যিক হবীবুল্লাহ সিরাজী, ১৯৭০ সালে প্রকৌশল-স্নাতক হয়ে
বেসরকারি চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় কবিতা পরিষদের সভাপতি।
এ ছাড়া তিনি বাংলা আকাডেমীর ফেলো, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সহ সভাপতি এবং ইঞ্জিনিয়ার্স
রিক্রিয়েশন ক্লাবের আজীবন সদস্য।
তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে “কৃষ্ণপক্ষে অগ্নিকাণ্ড” (১৯৭৩) ও “পরাজয়” (১৯৮৮)। প্রবন্ধের মধ্যে
রয়েছে “দ্বিতীয় পাঠ” (২০১০), “মিশ্রমিল” (২০১২) প্রভৃতি। এছাড়া রয়েছে তাঁর স্মৃতিকথা “আমার কুমার”
(২০১০)।
তাঁর কাব্যগ্রন্থের দীর্ঘ তালিকায় রয়েছে “দাও বৃক্ষ দাও দিন” (১৯৭৫), “মোমশিল্পের ক্ষয়ক্ষতি” (১৯৭৭),
“মধ্যরাতে দুলে ওঠে গ্লাশ” (১৯৮১), “হাওয়া কলে জোড়া গাড়ি” (১৯৮২), “নোনা জলে বুনো সংসার” (১৯৮৩),
“স্বপ্নহীনতার পক্ষে” (১৯৮৪), “আমার একজনই বন্ধু” (১৯৮৭), “পোশাক বদলের পালা” (১৯৮৮), “প্রেমের
কবিতা” (১৯৮৯), “কৃষ্ণ কৃপাণ ও অন্যান্য কবিতা” (১৯৯০), “সিংহদরজা” (১৯৯০), “বেদনার চল্লিশ আঙুল”
(১৯৯০), “ম্লান, ম্রিয়মাণ নয়” (১৯৯২), “বিপ্লব বসত করে ঘরে” (১৯৯৯), “ছিন্নভিন্ন অপরাহ্ন” (১৯৯৯), “জয়
বাংলা বলোরে ভাই” (২০০০), “সুগন্ধ ময়ূর লো” (২০০০), “নির্বাচিত কবিতা” (২০০১), “মুখোমুখি” (২০০১),
“তুচ্ছ” (২০০৩), “স্বনির্বাচিত প্রেমের কবিতা” (২০০৪), “হ্রী” (২০০৫), “কতো কাছে জলছত্র, কতোদূর চেরাপুঞ্জি”
(২০০৬), “কাদামাখা পা” (২০০৬), “ভুলের কোনো শুদ্ধ বাবান নেই” (২০০৮), “শূন্য, পূর্বে না উত্তরে” (১০০৯),
“ইতিহাস বদমাশ হ’লে মানুষ বড়ো কষ্ট পায়” (২০০৯), “একা ও করুণা” (২০১০), “যমজ প্রণালী” (২০১১),
“কবিতা সমগ্র” (২০১১), “আমার জ্যামিতি” (২০১২) প্রভৃতি।
তাঁর ছড়ার বইয়ের মধ্যে রয়েছে “ইল্লিবিল্লি” (১৯৮০), “নাইপাই” (১৯৮৪), “রাজা হটপট” (১৯৯৯), “ফুঁ”
(২০০১), “ফুড়ুৎ” (২০০৪), “এই আছি, মৌমাছি” (২০০৮), “মেঘভ্রমণ” (২০০৯), “রে রে” (২০১০), “ছয় লাইনের
ভুত” (২০১১), “ছড়াপদ্য” (২০১২) প্রভৃতি।
কবি হাবীবুল্লাহ সিরাজী তাঁর দেশে ও বিদেশে, বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। তার মধ্যে
রয়েছে যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), বাংলা একাডেমী
সাহিত্য পুরস্কার (১৯৯১), বিষ্ণু দে পুরস্কার (২০০৭, ভারত), রূপসী বাংলা পুরস্কার (২০১০, ভারত),
মহাদিগন্ত পুরস্কার (২০১১, ভারত), সংহতি গুণীজন সম্মাননা পদক (২০০৯, মার্কিন যুক্তরাষ্ট্র),
জলাঙ্গী সম্মাননা পদক (২০০৯, ভারত), ত্রৈলোক্যনাথ বাবাজী স্মৃতি পদক (২০১১), ইত্যাদি।
পেয়েছেন বহু সম্মাননা এবং সম্বর্ধনা। তার মধ্যে রয়েছে - বুয়েট সম্বর্ধনা (১৯৯৩), বেঙ্গলী কালচারাল
এসোসিয়েশনের সম্বর্ধনা, হায়দ্রাবাদ (২০০৯, ভারত), নলতা মিতালী কচিকাঁচার মেলা সম্মাননা (২০১১),
জীবননগর সাহিত্য পরিষদ সম্মাননা (২০১১) প্রভৃতি।
আমরা মিলনসাগরে তাঁর কবিতা প্রকাশিত করে ভীষণভাবে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। সব ক'টি
কবিতাই তাঁর নিজের নির্বাচিত।
কবি হাবীবুল্লাহ সিরাজীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
.
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - hsirajee@yahoo.com
ঠিকানা - ৫০৩ বেলমন্ট এপার্টমেন্টস, বাড়ি নং ৩৫/এ, সড়ক নং ১ ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা ১২০৫,
. বাংলাদেশ
দূরভাষ - ৮৬১০২৫৩ (অফিস), ৮৬২৩১৬৫ (বাড়ি)
চলভাষ - ০১৭১১৫২২০৭৯
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৯.০৯.২০১২
...