কবি হরকুমারী দেবী – তাঁর কবিতায় আছে যে তাঁর বাড়ী ছিল কালীঘাটে। তাঁর জীবন সম্বন্ধে
আমাদের কাছে আর কোনো তথ্য নেই।

১৮৬১ সালে তাঁর কাব্যগ্রন্থ "বিদ্যা দারিদ্রদলনী" প্রকাশিত হয়েছিল। কবিতায় শিক্ষার উপকারিতা এবং
বিদ্যার জয়গান ধ্বনিত হয়েছে।

আমরা
মিলনসাগরে  হরকুমারী দেবীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।

উত্স --- নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
দামিনী”।               


কবি হরকুমারী দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ৩০.১০.২০১৪
...