কবিরা কেন অর্থ চায় কবি হরিশ্চন্দ্র মিত্র "কবি-রহস্য" কাব্যগ্রন্থ থেকে
অহে অহে ভর্ত্তৃহরি, শত নমস্কার করি, তব পদে. তুমি গুরু, সত্য কথা কহিলে | বেদ-বাক্য তব-বাক্য, পদে পদে পাই সাক্ষ্য, কবিত্ব ছটায় তুমি, কেবল না মোহিলে || ছোট ছোট শিশুসবে, খেতে দে খেতে দে রবে, গেহিনীকে জড়াইয়া, চঞ্চল না করিত ; ঘরে কিছু মাত্র নাই, ছেলেদিগে কি খাওয়াই, বলে সেই দুঃখিনীর, অশ্রু নাহি ঝরিত ; স্থবির অচলভাত, নাপাইয়া শাক ভাত, কাতরে বিভুর কাছে, মৃত্যু নাহি চাহিত, না পাইয়া পূর্ণাহার, স্নেহের প্রতিমা মার, অস্থি চর্ম্ম শুকাইয়া, যদি নাহি যাইত ; পুরাইতে নিজ পেট, উচ্চমাথা করি হেট, কবি কি কাহার কাছে, ছার অর্থ চাহিত ? পরিবার পোষাটাই, তাই মান মাথাখাই, কহিছে হরিশ কবি, তাইত হে তাইত |