সময় কবি হরিশ্চন্দ্র মিত্র বিশ্বনাথ মুখোপাধ্যায় সংকলিত ও সম্পাদিত, শিশু সাহিত্য সংসদ প্রকাশিত "কিশোর কবিতা সঞ্চয়ন" (১৯৯৫) কাব্য সংকলন থেকে নেওয়া।
খেলায় মজিয়া শিশু কাটাও না বেলা সময়ের প্রতি কভু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার আসিবে না পুনঃ তাহা আসিবে না আর। তাই বলি বৃথা কাল করিও না ক্ষয় আপনার কাজ কর থাকিতে সময়।