কবি হরিশচন্দ্র মিত্র – জন্মগ্রহণ করেন ঢাকায়। তাঁর সাহিত্য জীবনও ঢাকাকেন্দ্রিক।

তিনি ঢাকা থেকে মাসিকবপত্র “কুসুমাবলী” (১৮৬০) এবং পরে “অবকাশরঞ্জিকা” (১৮৭২) নামে পত্রিকা
প্রকাশ করেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়কালের বাংলায়, এই ঘোরতর বিধবা বিবাহের সমর্থক কবি, ছিলেন প্রধানত
সাংবাদিক কিন্তু তিনি অনেক কাব্য এবং নাটকও রচনা করেন। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে
“কবিতাকৌমুদী” (তিনখণ্ড ১৮৬৩ - ৭০), “বিধবা বঙ্গাঙ্গনা” (১৮৬৩), “বীর বাক্যাবলী” (১৮৬৪), “কবি রহস্য”
(১৮৭২) প্রভৃতি। তাঁর অন্যান্য রচনার মধ্যে রয়েছে “ম্যাও ধরবে কে” (১৮৬২), “শুভস্য শীঘ্রং” (১৮৬২) নামে
দুটি বিধবা বিবাহ বিষয়ক প্রহসন, “জয়দ্রথবধ” (১৮৬৪) এবং “হতভাগ্য শিক্ষক” (১৮৭২) প্রভৃতি নাটক।

আমরা
মিলনসাগরে  কবি হরিশচন্দ্র মিত্রর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টাকে সফল মনে করবো।


কবি হরিশচন্দ্র মিত্রর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



উত্স - শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩            


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ২০১৪
...