কবি এম হাসান উজজামান আনসারী – এর বাড়ী পশ্চিমবঙ্গের, মালদহ জেলার, রন্নুচক গ্রামের
হারুন বিশ্বাস পাড়ায়।
তাঁর পড়াশুনা (লোয়ার থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত) শুরু হয় তাঁর গ্রামের পাকীজা বর্ণমালা মিশন স্কুলে। পঞ্চম
শ্রেণী উত্তীর্ণ হন কালিয়াচক হাই স্কুল থেকে। উচ্চ মাধ্যমিক পাশ করেন দেগঙ্গা, উত্তর ২৪ পরগণার রহমতে
আলম মিশন থেকে। এরপর তিনি ভর্তি হন আলিগড় মুসলিম ইউনিভারসিটিতে ইংরেজী নিয়ে। এই পাতা
প্রকাশকালে তিনি প্রথম বর্ষের ছাত্র।
তাঁর প্রথম কবিতা “বেকারি কথা” প্রকাশিত হয় “অযোময়” পত্রিকার বইমেলা সংখ্যায়, ২০১০ সালে। তাঁর
প্রথম প্রবন্ধ সে এক অন্য কলকাতা প্রকাশিত হয় “অযোময়” পত্রিকার কলকাতা সংখ্যায়। কবির
অনুপ্রেরণা তাঁর ছোটকাকু সাহিত্যিক ও সাংবাদিক এম আনওয়ার উল হক।
আমরা মিলনসাগরে কবি হাসান উজজামান আনসারীর কবিতা তুলে আনন্দিত।
উত্স --- কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।
কবি হাসান উজজামান আনসারীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা – প্রযত্নে আশরাফুল হক, গ্রাম - রন্নুচক, ডাক – শেরশাহী, থানা - কালিয়াচক, জেলা – মালদহ,
পশ্চিমবঙ্গ, পিন ৭৩২২০১।
চলভাষ - +৯১৯৫৪৭৭২৪৩৯৮, +৯১৮৪৩৬৯৪৯৪৮২
ইমেল – huzmtz@gmail.com
ফেসবুকের পাতা - www.facebook.com/mhasanuzzaman.ansari/
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ৩০.১২.২০১৪
...