কবি হাসনে আরা সিরাজের কবিতা
*
আশ্বিনের নীল আকাশ
সাদা মেঘে জমে থাকা
বৃষ্টির বিন্দু, কাশফুল আর
আমার প্রিয় লাল শিমুলকে
ভীষণ দেখতে ইচ্ছে করছে।

.     *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
কোনো এক ফাল্গুনের রাতে।
বসন্তের শেষ সূর্যোদয়ের সাথে
লাল শিমুল হাতে নিয়ে
অপেক্ষা করবে
কালো কফিন, এবং সেই বালিকা।

.     *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
হাজার রাতের রাজকন্যারা পঠিত হবে,
হায়! ভালবাসার কোন জীবাশ্ম থাকেনা
গণিতে তার হিসাব মেলে না।
স্বপ্নদের ভালবেসে
ভাঙ্গা মাস্তুল ধরে আমাকে শুধু লড়ে যেতে হবে।

.          *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*

.*************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*

.           *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
আমি চলে গেলে
কবি হাসনে আরা সিরাজ

তোমার সঙ্গে দেখা হবে
বালিকার কফিন
কবি হাসনে আরা সিরাজ

যদি কখনও দেখো
আরব্য রজনীর রাজকন্যা বনাম আমার লড়াই
কবি হাসনে আরা সিরাজ

সীমাহীন নীল সাগরের জলে
ভেসে চলেছি বহুদিন . . .
রোদের উত্তাপ
সময়ের মূল্য বেদনাদায়ক
কবি হাসনে আরা সিরাজ

ঝড়কে ভীষণ ভয় করি
আমার ঘরের জানালার পর্দা সরিয়ে
অন্ধকারে হাত বাড়িয়ে, খুঁজব, টেবিলের মোমবাতিটা,
পেলাম একটা ধূলো ময়লা মাখা বহুবছর পূর্বের একটি ফুলদানী।
এক অতীতের স্মৃতি কিংবদন্তী হয়ে আমার সঙ্গে বেঁচে আছে।
তাইতো ?
এসব কথা ভাবিনি তো কোনদিন।
কারণ আমি তরুণী বা যুবতীও না
মধ্যবয়স্কা এক নারী,
যার শরীরে কোনোদিন মৃদু কম্পন আসবে না, তবুও . . .
ছেলে বেলার উচ্ছ্বাস ভরা আনন্দটুকু আজও থেকে গেছে, নীরব শরীরে।
এখন নানান, অস্থিরতার শিকার হয়ে
সময় এবং দিন গুনি, কবে যাবো ? কখন যাবো ?
অন্ধকারে ঝড়ের রাতে যাকে খুঁজি