কবি হেমন্তবালা দেবীর কবিতা
|
কাটিয়াছে বেলা অকাজে
আলসে অবশে সলাজে
পূজার লগন হয়েছে মগন অতীতে
প্রসাদ লভেনি এ চিত-পরমারতিতে
দোঁহে এক হয়ে সম সুরে লয়ে
. গাহি গাহি স্তুতি-গীতিকা,
রচি নাহি দোঁহে পূজার অর্ঘ্য বীথিকা।
সফল সাধনে চির আরাধনে
. হেরে নাই চির বরণীয়
জীবনে মরণে সুচির স্মরণে
. শরনীয়॥
. *************************
. সূচিতে . . .
মিলনসাগর
চিঠি
কবি হেমন্তবালা দেবী (জোনাকি)
(দৌহিত্রী জয়ন্তী সান্যালকে)
আজি নাহি নাহি নিদ্রা আসে
কি গরম! রুদ্ধশ্বাসে, বদ্ধ এ বাতাসে
রাতি জাগি চিঠি লিখি, তবু যদি চিঠি আসে।
না আসিলে মরি দুখে ত্রাসে।
বায়ু নাহি নভোতলে, মেঘ চলে দলে দলে
দারুণ গুমোট গৃহবাসে।
তদুপরি সে কুমারী জ্বালিলা হুতাশে,
কেন চিঠি নাহি আসে পাশে।
. *************************
. সূচিতে . . .
মিলনসাগর
ব্যর্থ
কবি হেমন্তবালা দেবী (জোনাকি)
মরণের আগে প্রার্থনা রেখো, প্রিয়,