কথা- হেমেন্দ্রকুমার রায় সুর ও শিল্পী - কৃষ্ণচন্দ্র দে
আমার কবিতা হারায়ে ফেলেছি এই বলে আমি কাঁদি---- বলে দাও ওগো কোথা গিয়াছে সে পাই যদি বুক বাঁধি || সে ছিল আমার কন্ঠের মালা, সে ছিল আমার বক্ষের জ্বালা, সে ছিল আমার সব কবিতার ভাব ভাষার আদি--- কেন সে আমারে ভুলে গেছে সই বলো কি সে অপরাধী || যৌবন ছিল মম অন্তরে, নন্দন ছিল মরু প্রান্তরে, এখনও সেখানে বহে তারই তরে এ মন নদী কলনাদি ||