কবি হেমেন্দ্রকুমার রায়-এর কবিতা ও গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কথা- হেমেন্দ্রকুমার রায়
সুর ও শিল্পী - কৃষ্ণচন্দ্র দে
নাটক- সীতা

অন্ধকারের অন্তরেতে অশ্রুবাদল ঝরে,
লক্ষ্মীবিহীন এই শূন্যপুরী মন যে কেমন করে ||
কোথায় আলো, কোথায় আলো,
আকাশভরা কালোয় কালো---
ফিরব না আর মা-হারানো প্রাণ কাঁদানো ঘরে ||
আয় সরযূ সজল সুরে শোকের গীতা গো,
ডাকছে যেন করুণ তানে কোথায় সীতা গো |
কোথায় সীতা, কোথায় সীতা,
জ্বলছে বুকে স্মৃতির চিতা----
কাজলা রাতের বেদন বাঁশি বাজছে নীরব স্বরে ||

.                 ****************                                                     
উপরে   


মিলনসাগর
*
কথা- হেমেন্দ্রকুমার রায়
সুর ও শিল্পী - কৃষ্ণচন্দ্র দে

আজ অবেলায় কলসী নিয়ে জলকে যাব কেমন করে,
পথের বাঁকে দাঁড়িয়ে আছে বল্ না সখি যেতে তারে ||
নাম শুনেছি চিকনকালা,
তার গলায় বনফুলের মালা,
নয়নে তার রসের হাসি, ইশারাতে ডাকছে মোরে ||
ভ্রমর অলি গুঞ্জরণে
বাজবে বাঁশি কুঞ্জবনে,
প্রাণ হারিয়ে আসতে হবে চোখের জল দু’টি ভরে ||

.                 ****************                                                     
উপরে   


মিলনসাগর
*
কথা- হেমেন্দ্রকুমার রায়
সুর ও শিল্পী - কৃষ্ণচন্দ্র দে

আমার কবিতা হারায়ে ফেলেছি এই বলে আমি কাঁদি----
বলে দাও ওগো কোথা গিয়াছে সে পাই যদি বুক বাঁধি ||
সে ছিল আমার কন্ঠের মালা,
সে ছিল আমার বক্ষের জ্বালা,
সে ছিল আমার সব কবিতার ভাব ভাষার আদি---
কেন সে আমারে ভুলে গেছে সই বলো কি সে অপরাধী  ||
যৌবন ছিল মম অন্তরে,
নন্দন ছিল মরু প্রান্তরে,
এখনও সেখানে বহে তারই তরে এ মন নদী কলনাদি ||

.                 ****************                                                     
উপরে   


মিলনসাগর
*
কথা- হেমেন্দ্রকুমার রায়
সুর ও শিল্পী - কৃষ্ণচন্দ্র দে

জয় সীতাপতি সুন্দর তনু প্রজারঞ্জনকারী
রাঘব রামচন্দ্র জয়তু সত্যব্রতধারী ||
ধরনী পুত চরণপরশে,
পরবাসীগণ মগ্ন হরষে,
আকাশ হইতে নিত্য বরষে দেবতা কৃপাবারি |

.                 ****************                                                     
উপরে   


মিলনসাগর