কবি হেমেন্দ্রকুমার রায় - "ভারতী" গোষ্ঠির অন্যতম লেখক | তিনি একাধারে কবি, গীতিকার,
নাট্যসমালোচক, গল্পকার এবং কিশোর সাহিত্য রচয়িতা ছিলেন | সাপ্তাহিক নাচঘর (১৯২৫)
পত্রিকারও তিনি সম্পাদক ছিলেন |
যোগেশচন্দ্র চৌধুরীর "সীতা" নাটকের জনপ্রিয় গানগুলি তাঁরই রচনা |
তিনি "প্রসাদ রায়" ছদ্মনামেও কিছু প্রবন্ধ লিখেছিলেন |
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে "জলের আলপনা" (১৯১৬), "কালবৈশাখী" (১৯২১) প্রভৃতি |
ছোটগল্পের মধ্যে রয়েছে "পসরা" (১৯১৫), "মধুপর্ক" (১৯১৭), "সিঁদুর চুপড়ী" (১৯২১), "মালাচন্দন" (১৯২২)
প্রভৃতি | তাঁর ভাষা আবেগপূর্ণ এবং রবীন্দ্র প্রভাবিত | তাঁর বিষয়বস্তুর মধ্যে মৌলিকতা এবং
আধুনিকতার লক্ষণ স্পষ্ট |
শিশুসাহিত্যে তাঁর অবদান স্মরণীয় | তাঁর "বিমল-কুমার-রামহরি-বাঘার এডভেনচার" এবং "জয়ন্ত-মাণিক-
সুন্দরবাবুর ডিটেকটিভ গল্প" বালক-কিশোর মহলে একদা অত্যন্ত জনপ্রিয় ছিল | "যকের ধন" (১৯২৪),
"আবার যকের ধন", "সূর্যনগরীর গুপ্তধন" প্রভৃতি রচনা বাংলা কিশোর-কিশোরী সাহিত্যে চিরস্মরণীয় |
কবি হেমেন্দ্রকুমার রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক্ করুন।
. --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
.
.
আমাদের ঠিকানা : srimilansengupta@yahoo.co.in