| কবি হেমলতা দেবীর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
| ভুল কবি হেমলতা দেবী সাগর তীরে বালুকা ঘিরে বাঁধিনু যে রে ঘর, কেমনে তনূ রাখিবে অণু মানিনু নাহি ডর। উঠিল যবে ভাঙ্গন রবে দুলিয়া ফুলি জল, নিমেষ পাতে আপন সাথে লইল মোরে তল। অতল তলে সাগর জলে পড়িয়া আজি হায়, কাতরে স্মরি কেমনে তরি কেমনে দিন যায়। সাগর যবে শুকাবে তবে পাইব আমি কূল, ফিরিব দ্বারে হেরিব যারে জানাব মম ভুল। আজি এ আশা অকূলে ভাসা দুকূলে সীমা নাই, বালুকা পরে কেহ যেন রে না রচে গৃহ ভাই। . **************** . সূচিতে . . . মিলনসাগর |
| মাল্যদান কবি হেমলতা দেবী চির পুরাতন সেজেছ নূতন বেজেছ মরম বীণার তারে, অনাদি যুগের দুঃখ সুখের বারতা গেঁথেছ নিত্য-হারে। দিয়েছ হে সুখ দিয়েছ হে দুখ ভেঙ্গেছ হৃদয় বেদনা-ভারে, গেঁথেছ দোহায় আপন হিয়ায় সুখ দুখ আজি লয়েছ পারে। হাসায়ে কাঁদায় কত না সাধায় এনেছ হে আজি তোমার দ্বারে, এত সাধনার মালাটি আমার তোমা বিনা আর পরাব কারে ? . **************** . সূচিতে . . . মিলনসাগর |