কবি হেমলতা দেবী - রাজা রামমোহন রায়ের পৌত্রী এবং মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরের
জ্যেষ্ঠপুত্র কবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দ্বীপেন্দ্রনাথের স্ত্রী।
তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ “জ্যোতি” (১৯১০), “অকল্পিতা” (১৯২২) প্রভৃতি, নাটক
“শ্রীনিবাসের ভিটা” (১৯২৯), গল্প সংকলন “দুনিয়ার দেনা” (১৯২০) ও “দেহলী” (১৯৪০)। সুফিজম এর উপর
একটি বইও তিনি বাংলায় অনুবাদ করেন যার প্রথম ভাগ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়।
আমরা এখানে তাঁর “অকল্পিতা” কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা তুলে দিয়েছি। এই কাব্যগ্রন্থটির নামকরণ
করেছিলেন হেমলতা দেবীর শশুরমশায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। হেমলতা দেবীর ভাষা রবীন্দ্রপ্রভাবিত সুন্দর ও
স্বচ্ছ।
উত্স : ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
কবি হেমলতা দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের যোগাযোগের ঠিকানা :-
মিলনসাগর
srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০১২
পরিবর্ধিত সংস্করণ - ৮.১১.২০১৪
...