কবি হিরণ্ময়ী দেবীর কবিতা
হিরণ্ময়ী দেবী
জন্ম অজানা, উনিশ শতকের দ্বিতীয়ার্ধে
আমাদের কাছে কবির কোনো ছবি
নেই। একটি ছবি এবং কবি সম্বন্ধে
আরও তথ্য আমাদের কাছে পাঠালে
আমরা কৃতজ্ঞতা স্বীকার
করে প্রেরকের নাম এইখানে
ছবির সাখে উল্লেখ করবো |

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in
HOME
HOME BANGLA
হিরন্ময়ী দেবী নামের দুজন কবি পাই।
এই পাতা দ্বিতীয়া হিরন্ময়ী দেবীর কবিতার পাতা
প্রথমা হিরন্ময়ী দেবীর পাতায় যেতে এখানে ক্লিক্ করুন
প্রথমা হিরন্ময়ী দেবী, স্বর্ণকুমারী দেবীর কন্যা, জন্মগ্রহণ করেন ১৮৭০ সালে।
দ্বিতীয়া হিরন্ময়ী দেবীর জন্মদিন আমাদের জানা নেই। তিনি ছিলেন ঢাকার সেরপুরের
প্রসিদ্ধ জমিদার রায় বাহাদুর হেমাঙ্গচন্দ্র চৌধুরীর পত্নী। দুই কবির কাব্য প্রকাশের সময়
কাল বিচার করলে মনে হয় যে তাঁরা সমসাময়িকই ছিলেন।