কবি হিরণ্ময়ী দেবীর কবিতা |
আক্ষেপ কবি হিরন্ময়ী চৌধুরাণী ঢাকার শেরপুরের জমিদার হেমাঙ্গচন্দ্র চৌধুরীর পত্নী হিরন্ময়ী দেবীর, ১৩৩২ বঙ্গাব্দে ( ১৯২৫ সাল ) প্রকাশিত পুষ্পাধার কাব্যগ্রন্থ থেকে নেওয়া। যে দিন বিদায় তোরে দিয়েছি জনম তরে সাথে তার দিয়ে দি’ছি ঢেলে সুখ দুঃখ আপনার নিঙারিয়া শতবার সমর্পিয়া সরবস্ব ওচরণ তলে। |
. **************** . সূচিতে . . . মিলনসাগর |
মৃত সঞ্জীবনী কবি হিরন্ময়ী চৌধুরাণী ঢাকার শেরপুরের জমিদার হেমাঙ্গচন্দ্র চৌধুরীর পত্নী হিরন্ময়ী দেবীর, ১৩৩২ বঙ্গাব্দে ( ১৯২৫ সাল ) প্রকাশিত পুষ্পাধার কাব্যগ্রন্থ থেকে নেওয়া। সেই সুখ দিন হায় গিয়াছে চলিয়া ; বসন্তের ঊষাকালে সুনীল অম্বর ভালে উঠেছিল সুমধুর যে আভা ফুটিয়া সারদ জোছনা নিশি গিয়াছিল প্রাণে মিশি বয়েছিল হৃদিমাঝে সুখের মলয়। ফুটেছিল আশাফুল ভেঙ্গেছিল শত ভুল হয়েছিল একদিন প্রফুল্ল হৃদয়। |
. **************** . সূচিতে . . . মিলনসাগর |