কবি হিরণ্ময়ী দেবীর কবিতা
*
মহাপ্রাণ
কবি হিরন্ময়ী চৌধুরাণী
ঢাকার শেরপুরের জমিদার হেমাঙ্গচন্দ্র চৌধুরীর পত্নী হিরন্ময়ী দেবীর, ১৩৩২ বঙ্গাব্দে (
১৯২৫ সাল ) প্রকাশিত পুষ্পাধার কাব্যগ্রন্থ থেকে নেওয়া।

স্বরগের গুপ্তদ্বার উন্মিলীয়া ধীরে
গোপনে আসিল নামি স্বরগ বালিকা,---
কোমল সে কর তার রুগ্ন, তপ্ত শিরে
যতনে বুলায়ে দিল, মোচন মালিকা
তৃষাতুর কণ্ঠ দেশে আদরে দুলায়ে,
শতেক সতর্ক দৃষ্টি উপেক্ষি নীরবে
প্রাণটুকু ল’য়ে সেযে গিয়াছে পলায়ে,
প্রাণভরা হাহাকার ঢেলে দিয়ে সবে।
মুক্তির আলোক সহ বিমানের পথে
মহাপ্রাণ লয়ে গেছে স্বরগের রথে॥

.                  ****************     
.                                                                                 
সূচিতে . . .   


মিলনসাগর
আক্ষেপ
কবি হিরন্ময়ী চৌধুরাণী
ঢাকার শেরপুরের জমিদার হেমাঙ্গচন্দ্র চৌধুরীর পত্নী হিরন্ময়ী দেবীর, ১৩৩২ বঙ্গাব্দে ( ১৯২৫ সাল )
প্রকাশিত পুষ্পাধার কাব্যগ্রন্থ থেকে নেওয়া।

যে দিন বিদায় তোরে                       দিয়েছি জনম তরে
সাথে তার দিয়ে দি’ছি ঢেলে
সুখ দুঃখ আপনার                              নিঙারিয়া শতবার
সমর্পিয়া সরবস্ব ওচরণ তলে।

.                    ****************                    
.                                                                                                 
সূচিতে . . .   


মিলনসাগর
*
মৃত সঞ্জীবনী
কবি হিরন্ময়ী চৌধুরাণী
ঢাকার শেরপুরের জমিদার হেমাঙ্গচন্দ্র চৌধুরীর পত্নী হিরন্ময়ী দেবীর, ১৩৩২ বঙ্গাব্দে ( ১৯২৫ সাল )
প্রকাশিত পুষ্পাধার কাব্যগ্রন্থ থেকে নেওয়া।

সেই সুখ দিন হায় গিয়াছে চলিয়া ;
বসন্তের ঊষাকালে
সুনীল অম্বর ভালে
উঠেছিল সুমধুর যে আভা ফুটিয়া
সারদ জোছনা নিশি
গিয়াছিল প্রাণে মিশি
বয়েছিল হৃদিমাঝে সুখের মলয়।
ফুটেছিল আশাফুল
ভেঙ্গেছিল শত ভুল
হয়েছিল একদিন প্রফুল্ল হৃদয়।

.                    ****************                    
.                                                                                                
সূচিতে . . .   


মিলনসাগর
*
মৃত্যু প্রতি
কবি হিরন্ময়ী চৌধুরাণী
ঢাকার শেরপুরের জমিদার হেমাঙ্গচন্দ্র চৌধুরীর পত্নী হিরন্ময়ী দেবীর, ১৩৩২ বঙ্গাব্দে (
১৯২৫ সাল ) প্রকাশিত পুষ্পাধার কাব্যগ্রন্থ থেকে নেওয়া।


বিশাল ব্রহ্মাণ্ডপরে ঘুরিতেছি একা
.        হে বরেণ্য, কোনক্ষণে
.        মিলিব তোমার সনে
কোন স্বর্গদ্বারে তব পাইব হে দেখা?

ঘুরিনু বিরহ তব সহি’ কতকাল ;
.        হে প্রিয় পরেশ তব,
.        ভুলাইয়ে দাও সব ;
ছিঁড়ে ফেলে দাও মোর যত মায়াজাল

.        এস শান্তি তৃপ্তি রূপে
.        শুষ্ক এ হৃদয় কূপে
তোমার অমৃতধারা করহ সিঞ্চন ;
.        লহ তব বক্ষমাঝে
.        আমারে নূতন সাজে,
ভবের যন্ত্রণা মোর করহ মোচন।

.                 ****************                    
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*