কবি হুমায়ুন কবীরের কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
আকবর কবি হুমায়ুন কবীর হে সম্রাট বসে আছি তব সমাধির পাশে, একান্ত বিজন। দূর হতে অর্ণ্যের অন্ধকার ভেদি’ ভেসে আসে বিহগ কূজন। নীরব মধ্যাহ্ন-বেলা, শব্দহীন নিঃসাড় ভূবন, কেহ কোথা নাই ; অকস্মাৎ মর্মরিল তরুশাখে মন্থর পবন--- চমকিয়া চাই। জীবনের গতি হেথা আসিয়াছে মন্দ হ’য়ে ধীরে, নাহিক স্পন্দন ; বন্দী হয়ে কেঁদে ফিরে সমাধির পাষাণ প্রাচীরে স্মৃতির ক্রন্দন। কত দিবসের ব্যথা, জীবনে আবেগ উত্তাল গিয়াছে নিভিয়া ; স্মৃতির কন্দরে-মম শতাব্দীর অন্ধকার জাল উঠে শিহরিয়া! তোমার হৃদয় ভরি’ জেগেছিল কি মহা স্পন্দন!--- এ ভারত-ভূমি, এক ধর্ম, এক রাজ্য, এক জাতি, একনিষ্ঠ মন,--- বেঁধে দিবে তুমি! সমাজ আচার ভেদ, ধর্মভেদ ভুলে যাবে সবে ; রহিবে স্মরণ--- এক মহাদেশে বাস, চিরদিন একসাথে হবে জীবন-মরণ! হায়! স্বপ্ন টুটে যায় কঠিন ধরার ধূলা লাগি’, দেখি আঁখি মেলি’--- ক্রূর সর্পসম হিংসা হিয়া-তলে রহিয়াছে জাগি’, উঠিছে উদ্বেলি’। বিদ্বেষ সমুদ্রসম আস্ফালিয়া করিছে গর্জন ছাইয়া হৃদয় ; নীরব আকাশ-তলে প্রতি পলে বাজিছে ক্রন্দন, রক্তধারা বয়! ধরণীর শ্যাম শোভা ক্লিষ্ট আজি রক্তের ধারায়, ভায়ের শোণিতে ; আকাশের শান্ত সৌম্য নীরবতা শুধু ভেঙে যায় সংগ্রাম ধ্বনিতে। স্বার্থে স্বার্থে দ্বন্দ্ব লাগে, রক্ত ঝরি’ পড়ে অহর্নিশ, উঠে শূণ্য-পানে ক্রন্দন গর্জন রোল, অভিশাপ হাহাকার মিশি’, কাহার সন্ধানে ? তোমার সমাধি-পাশে বসি’ আজি পড়ে মোর মনে তোমার কীরিতি ; নিখিল ভারত ভরি’ উঠেছিল ধ্বনিয়া গগনে মিলনের গীতি! তোমার মহৎ হিয়া পুনর্বার আসুক ফিরিয়া আমাদের মাঝে ; আত্মদ্বন্দ্ব-সর্বনাশ আমাদের রেখেছে ঘিরিয়া অপমানে লাজে! হে মহৎ তব বাণী নিখিল ভারত ভরি’ আজি জাগুক আবার ; উঠুক মিলনমন্ত্র সম্যবাদ কম্বুকণ্ঠে বাজি’ টুটিয়া আঁধার! হিংসা-দ্বেষ-মন্ত্রশান্ত ভুজঙ্গের মতো-শঙ্কাভরে হোক্ শান্ত হোক্, আঁধারের প্রাণী যত ফিরে যাক্ আঁধার বিবরে, নামুক আলোক। . ***************** . সূচিতে . . . মিলনসাগর |