কবি হুমায়ুন কবীরের কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
কিশোরী কবি হুমায়ুন কবীর হেরিনু দিনের শেষে---- গোধূলির সোনা পড়েছে আসিয়া তোমার সোনার কেশে | নাহি তব বেশ, নাহি কোন ভূষা, কেবল নয়নে লাজারুণ ঊষা, করুণ বাহুর আড়ালে লুকায়ে তরুণ দেহের লাজ, মনের বনের সোনার হরিণী কিশোরী দাঁড়ালে আজ ! মিলনসাগর থেকে নেওয়া! তখন ভুবনে আঁধার ঘনায় দিবসের অবসান, মন্দছন্দা আলোক বাজায় রবির বিদায়-গান | সন্ধ্যা-তপন গগন-কোণায় তোমারে হেরিয়া ভোলে আপনায় | স্তব্ধ মূরতি রহিল চাহিয়া কিশোরী-দেহের পানে, নিঃশেষে ঢালি দিল ভান্ডার তব যৌতুক দানে | মিলনসাগর থেকে নেওয়া! আলোর কুমারী রয়েছে ফুটিয়া রক্ত কমল সম, কেমন করিয়া তোমারে লুকাবে রজনী নিবিড়তম ? তোমার পরশে নিশীথের কালো টুটিয়া হাসিল গোধূলির আলো, অপরূপ দেহ কিরণ-বসনে ঘেরিয়া দাঁড়ালে তাই | এত রূপ যার তার কি গো কভু দেহের বসন চাই ? মিলনসাগর থেকে নেওয়া! তরুণ তনুর ললিত লীলায় তরুণ মনের ছবি, আলোক ছায়ায় রেখায় বরণে বহে রূপ-জাহ্নবী | স্বর্ণকেশর পড়ে আসি বুকে, গোধূলি-দীপ্তি লাজস্মিত মুখে, কম-কুন্ঠায় সারা দেহখানি প্রভাতকুসুম সম | কিশোরী-মনের রূপের স্বপন ফুটিল নয়নে মম || . ***************** . সূচিতে . . . মিলনসাগর |