জানি না কিভাবে অন্ধকার ছেঁকে এলে, অসহায় পাহাড় এক বুকের ভেতর ফুঁড়ে ওঠে --- স্থবির নিসর্গের ম্লান হাসি শোনা যায় কখনোসখনো --- ফুলে ওঠা বেলুনের মত জটিল নিঃশ্বাস পাঁজরের খাঁজ থেকে, চাপা স্রোত--- রক্তের চাপা অভিমান ভিড় কোরে সারি সারি অন্ধকার ঘিরে ধরে --- চেপে ধরে অসহায় পাহাড়--- বিষন্ন মৃত্যুর বিষন্ন হলুদ চোখ ডুবে যেতে যেতে নদীর জলে ১ থোকা ফুল ও পচা শব আকাশ মানুষ ও মানুষের জটিল স্নায়ুতন্ত্রী --- উপদ্রুত জীবনের উদাসীন চুল হাওয়া --- হাওয়ায়--- কে যে কোথায় গড়িয়ে যায়, কিভাবে কোন এক সকালে ভাঁটফুলের জঙ্গল দ্যাখে মানুষদানবের ইস্পাত হৃদয় ভালোবাসার নীল স্রোতের মধ্যে নিজেকে খুলে দিয়ে আমি অনুভব করি জীবনের মাতাল নেশা
আমরা এই কবিকে আমাদের ওয়েব সাইটের "কবিদের সভা"-র অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই কবির ১। জন্ম-তারিখ, ২। সংক্ষিপ্ত পরিচয়, ৩। একটি ছবি এবং ৪। তাঁর যোগাযোগের ঠিকানা জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ, প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |