মিস ক্যালকাটার উপস্থিতিতে ২০ জন শ্রেষ্ঠ শিল্পির নৃত্য, অর্কেষ্ট্রা, বাংলা ও হিন্দী চিত্রের গান, গজল ও ফিরপোর পুরো ক্যাবারে | আরও একটা ব্যাপার, বললেন মিসেস কফ্, এখৈনে নিউইয়র্কের মতো বিজ্ঞাপনের যন্ত্রণা সহ্য করতে হয় না | ওখানে জানালা খুললে বিজ্ঞাপনের আলো, টেলিভিসানে বিজ্ঞাপনের ছবি, রেডিয়োয় বিজ্ঞাপনের চিত্কার, কোথায় যাই বুঝতে পারি না | এখানে বিজ্ঞাপন এখনও তেড়ে এসে মাথায় উঠে বসে নি | ইচ্ছে করলে নিরিবিলি শান্তিতে গার্হস্থ্য জীবন যাপন করতে পারে একজন বিজ্ঞাপনের দৌরাত্মের বাইরে | শাড়ি পড়া মিসেস কফের কোলে দৌড়ে এসে বসল তার ফুটফুটে ছেলে আর মিসেস কফের ছোট্ট চিত্কার, এই যাঃ! কি হোল! শাড়ি খুলে গেল | ঘুটঘুটে অন্ধকার | আমরা কোথায় চলেছি ? ষ্টিকস্ নদী পার হওয়ার সময় নিশ্চিন্ত করে কেউ বলতে পারে না কোথায় যাচ্ছি .... --- ঐ যে ডেসমণ্ড! ওই তোমার শত্রু! --- কোথায় ? --- এটা ছেড়ে দাও! শান্ত হও ডেসমণ্ড! পৃথিবীতে তোমার কে শত্রু আছে ? --- আমি আমি জানি না স্যার | কিন্তু তলোয়ারটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে নিজেকে অজেয় মনে হল, আর সবাইকে শত্রু বলে মনে হতে লাগল | --- এটা অশুভ ... | এখান থেকে পালাতে হবে |
আমরা এই কবিকে আমাদের ওয়েব সাইটের "কবিদের সভা"-র অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই কবির ১। জন্ম-তারিখ, ২। সংক্ষিপ্ত পরিচয়, ৩। একটি ছবি এবং ৪। তাঁর যোগাযোগের ঠিকানা জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ, প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |