হাংরি জেনারেশন-এর কবি
করুণানিধান মুখোপাধ্যায়-এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই তা আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
জন্মমৃত্যু সম্পর্কে    

.      আজ ভোরে ৬-৪৫ মিঃ আমার একমাত্র ছেলে "আরক" মারা গেলো |
ব্রঙ্কো নিমোনিয়া | আমি একা ওকে নিয়ে চলে গেলাম নদীর ওপারে |
ওপারে বালিয়ারিতে | বসে বসে অনেক কিছু ভাবলাম | তারপর ওর
গায়ের সঙ্গে ভারি পাথর বেঁধে মাঝ-গঙ্গায় ফেলে দিলাম | পাখর খুঁজতে
প্রায় দু-ঘন্টা লেগে গেলো |
.       বাড়ী ফিরে এসেছি | আমার বৌ ভীষণ কাঁদছে | মানুষের সেন্টি-
মেন্ট নষ্ট করার মতো আমার কাছে কিছুই নেই |

.       আজ দুপুরে অনেক সময় ছিল |

.       আমার জন্ম কাশীতে | বাবা তখন আই. এন. এ. তে নেতাজীর
গ্রুপে | তারপর ২ || বছর যখন, বাবা আমায় নিয়ে যান রেঙ্গুনে | আই.
এন. এ. ছেড়ে দিয়ে বাবা পুলিশে চাকরী নেন | রেঙ্গুনে একনাগাড়ে প্রায়
১০ বছর | তারপর সাইরেন, ব্ল্যাকআউট, সংবাদপত্রের হেডলাইন,
হাসপাতাল | জাহাজে চেপে বর্মা থেকে সোজা খিদিরপুর | খিদিরপুর
থেকে আবার কাশী |
.       জানতে পারলাম বাবা কোন বর্মিজ মেয়েকে বিয়ে করেছেন | সেই
থেকে সমাজের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে লড়াই | লেখা-
পড়া হলো না | ক্লাস টেনে পৌঁছে বাবার টাকা বন্ধ হয়ে গেলো | তখন
থেকেই আমি নেমে গেলাম | হেল্প! হেল্প!! হেল্প!!!
.       ছোট বেলায় আঁকার ঝোঁক ছিল | ক্লাসে ফার্স্ট বয় ছিলাম | ছবি
আঁকতে গিয়ে সব তালগোল পাকিয়ে গেলো | কাশীতে একটা ঘর
ভাড়া করে নিজের স্টুডিও করলাম | ছবি দেখে লোকে পাগল বলতে
লাগলো | বাড়ীর লোকে মা বোন সকলেই পাগল বলে বাড়ি থেকে বের
করে দিলো | আমিই বাড়ির বড় ছেলে ছিলাম | ম্যারেজ রেজিস্ট্রারের
কাছে গিয়ে একটা কায়স্থ মেয়েকে বিয়ে করলাম | অব্রাহ্মণ বলে বাড়ীতে
ঢুকতে পাই না | কেউ নেই | কেউ নেই |


.                *************************         

.                                                                                
উপরে
.  হাংরি জেনারেশনের কবিদের সূচির পাতায় ফেরত যেতে এখানে ক্লিক করুন   
.            
হাংরি জেনারেশনের কবিতার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন   

মিলনসাগর
১।   ন্মমৃত্যু সম্পর্কে            
       
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |