হাংরি জেনারেশন-এর কবি
রাজা সরকার-এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই তা আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
কিছু কালো ফুল ও তার ক্ষত       

ঐ তো ভোরের জানালার ওপারে নিঃস্ব জুয়াড়ীর আকাশ
আর এই তো সেই বিছানা---
ভারী বাতাসে ভেসে ওঠা ফানুস! সংসার ...
একটি দুটি মানুষ গা ছুঁয়ে উড়ে যায় সূর্যের দিকে
তবু তাদের শেকড় থাকে বিছানায়
ভোরের বিছানায় মিশে থাকা শরীরে
ফালি ফালি কচি রোদের ভেতর---
এখানে কোন্ জীবনের গান ? স্থির নৈঃশব্দ
কেটে কেটে ঘরে ঢোকে কোন্ শাবকের কান্না ?
...শান্ত হয়ে আসে ঘোরের প্রলাপ, আর
দীর্ঘশ্বাস ক্রমে ভারী হয়ে তুলে নেয় এক নোলা মানুষ
কোন্ রহস্যের দিকে--- এই নক্ষত্র কল্পনা!
মৃত্যুর প্রশান্তি ও যন্ত্রণার মধ্যে যে জীবন
তখনি ত' নেমে আসে দু'হাত বাড়িয়ে
আঁশময় এই শরীরে যেখানে এই যাত্রায়
ফোটানো হল কিছু কালো ফুল ও তার ক্ষত |


.                *************************         

.                                                                                
উপরে
.  হাংরি জেনারেশনের কবিদের সূচির পাতায় ফেরত যেতে এখানে ক্লিক করুন   
.            
হাংরি জেনারেশনের কবিতার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন   

মিলনসাগর
১।   কিছু কালো ফুল ও তার ক্ষত            
       
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |