আমি অহন আরশিতে আমার উল্টা চ্যারাহান্ দেখতাছি নিজেরে ঘিরা আমি এউগা চিন্তা-ভাবনা করি আমারে ঘিরা অন্যজনা ভিন্ন চিন্তা-ভাবনা করে আমার দিশায় একই রেকর্ডের আওয়াজ বারংবার চিখ্ খৈর পাড়তে থাকে বেশীভাগ মানুজন একই দিয়া চলাফিরি করে একই নীল হেজে শুইয়া কাবার করে রাত্র-দিন পরতেক ম্যায়ালোক জনমের পোষাক লগে লইয়া বড় হয় আপনা পুরুষের হুম্ কে অরা বেবাক্তেই শরীলের চাম বদলায় অগো বংশধারা সচল থোয় নিত্যি আমি একই লেহান আকাশ দেহি কুনোকিচ্ছুতে হেরফের হয় না এক্কেরে নিজের গতর থিক্যা বেবাক কুসংস্কারের ধুলা ঝাইব়্যা ফেলছি তবও হায়, |
নিজের পিরন থিক্যা বাইরইয়া আইতে পারিনা আমি জানি, স্বাধীনতা বেজায় মাঙ্গা --- আর কিচ্ছু না --- স্বাধীনতা মাইনষের শরীলের চাম্ --- . বংশ মজুদ রাখনের গাদ
আমরা এই কবিকে আমাদের ওয়েব সাইটের "কবিদের সভা"-র অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই কবির ১। জন্ম-তারিখ, ২। সংক্ষিপ্ত পরিচয়, ৩। একটি ছবি এবং ৪। তাঁর যোগাযোগের ঠিকানা জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ, প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |