হাংরি জেনারেশন-এর কবি
সুবিমল বসাক-এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই তা আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
হাবিজাবি / ১       


আমি অহন আরশিতে আমার উল্টা চ্যারাহান্ দেখতাছি
নিজেরে ঘিরা আমি এউগা চিন্তা-ভাবনা করি
আমারে ঘিরা অন্যজনা ভিন্ন চিন্তা-ভাবনা করে
আমার দিশায় একই রেকর্ডের আওয়াজ বারংবার চিখ্ খৈর পাড়তে থাকে
বেশীভাগ মানুজন একই দিয়া চলাফিরি করে
একই নীল হেজে শুইয়া কাবার করে রাত্র-দিন
পরতেক ম্যায়ালোক জনমের পোষাক লগে লইয়া বড় হয়
আপনা পুরুষের হুম্ কে  অরা বেবাক্তেই শরীলের চাম বদলায়
অগো বংশধারা সচল থোয়
নিত্যি আমি একই লেহান আকাশ দেহি
কুনোকিচ্ছুতে হেরফের হয় না এক্কেরে
নিজের গতর থিক্যা বেবাক কুসংস্কারের ধুলা ঝাইব়্যা ফেলছি
তবও হায়,  |

নিজের পিরন থিক্যা বাইরইয়া আইতে পারিনা
আমি জানি, স্বাধীনতা বেজায় মাঙ্গা ---
আর কিচ্ছু না --- স্বাধীনতা মাইনষের শরীলের চাম্ ---
.                   বংশ মজুদ রাখনের গাদ

দেহি, যে রাস্তা আজ তৈয়ার হইতাছে
জানি, কুনোদিন এইরাস্তা দিয়া কারো কান্ধে ব্যাইয়া মড়া যাইবো |


.                *************************         

.                                                                                
উপরে
.  হাংরি জেনারেশনের কবিদের সূচির পাতায় ফেরত যেতে এখানে ক্লিক করুন   
.            
হাংরি জেনারেশনের কবিতার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন   

মিলনসাগর
১।   হাবি জাবি / ১     
।   হাবি জাবি /          
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |
*
হাবিজাবি / ৩       


"পীরিত-পীরিত" কইব়্যা চিল্লা-চিল্লি পাড়লেও
কেউ আইয়া জিগাইবো না : " আমি তোমাকে ভালোবাসি |"
দিন-দিন তুমি যতই হ্যাংলা হইয়া পড় না ক্যান
.                                     ছাপানো কারবারে
কমবয়সী ম্যায়া আইয়া কেবল কইবো : "তোমাকে ভালো লাগে"
.                              আর ঠোঁট জুইব্বা হাসবো |
শরীল-বিজ্ঞান এই হগল লেহাপড়ি করনের বাদে
জানছি "হৃদয়" কইব়্যা কিচ্ছু নাই
.          কেবল রক্তের লোড় পাড়াপাড়ি, মাংস, রগ-শিরা এই হগল---
মগজের ব্যাপারহান জাইন্যা যাওনের বাদে
আমি জানছি, পীরিতের মরণ ঘটছে
অহন সর্বত্রই "ভালো লাগাই" ঘুরিফিরি করতাছে
তুমি যতই দিন-দিন হ্যাংলা হইয়া পড় না ক্যান---
এউগা যন্তন্না আমারে বার বার চোট মারতে থাকে
নষ্ট করনের মতোন অহন আমার হাতে "সময়-ওত্তো" নাই |


.                *************************         

.                                                                                
উপরে
.  হাংরি জেনারেশনের কবিদের সূচির পাতায় ফেরত যেতে এখানে ক্লিক করুন   
.            
হাংরি জেনারেশনের কবিতার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন   

মিলনসাগর