এই আন্দোলনের সময় কাল ১৯৬১ ~ ১৯৬৫ | মাত্র বছর চারেকের হলেও তা বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অতি স্মরণীয় অধ্যায় হিসেবেই গণ্য করা হয় | নিচে দেওয়া কবিদের নামের উপর ক্লিক করলেই সেই কবির কবিতার পাতায় পৌঁছে যাবেন | এই কবিদের সম্বন্ধে আমরা তাঁদের পরিচিতি, আরও কবিতা এবং ছবি পেতে আগ্রহী | যদি তা আমাদের কাছে পাঠান তাহলে আমরা তা প্রেরকের নাম ও ঠিকানা সমেত প্রকাশিত করবো |
১। মলয় রায়চৌধুরী (৯) প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং ধোপে টিকবে না দেখে, পরে অশ্লীলতার . দায়ে কবিকে অভিযুক্ত করা হয় এবং নিম্ন আদালতে দণ্ডিত হন | . উচ্চ আদালতে এই রায় নাকচ হয়ে যায়, ২৬ জুলাই ১৯৬৭
২। সমীর রায়চৌধুরী (২) সেপ্টেম্বর ১৯৬৩ তে, প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে কবিকে অভিযুক্ত . করা হয় এবং ধোপে টিকবে না দেখে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়
৩। দেবী রায় (১) সেপ্টেম্বর ১৯৬৩ তে, প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে কবিকে অভিযুক্ত . করা হয় এবং ধোপে টিকবে না দেখে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়
৪। প্রদীপ চৌধুরী (৫) সেপ্টেম্বর ১৯৬৩ তে, প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে কবিকে অভিযুক্ত . করা হয় এবং ধোপে টিকবে না দেখে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়
৬। সুভাষ ঘোষ (১) সেপ্টেম্বর ১৯৬৩ তে, প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে কবিকে অভিযুক্ত . করা হয় এবং ধোপে টিকবে না দেখে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়