হাংরি জেনারেশন-এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই তা আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
হাংরিয়ালিস্ট আন্দোলন বা হাংরি জেনারেশনের কবিতা

এই আন্দোলনের সময় কাল ১৯৬১ ~ ১৯৬৫ | মাত্র বছর চারেকের হলেও তা বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অতি
স্মরণীয় অধ্যায় হিসেবেই গণ্য করা হয় | নিচে দেওয়া কবিদের নামের উপর ক্লিক করলেই সেই কবির কবিতার পাতায়
পৌঁছে যাবেন | এই কবিদের সম্বন্ধে আমরা তাঁদের পরিচিতি, আরও কবিতা এবং ছবি পেতে আগ্রহী | যদি তা
আমাদের কাছে পাঠান তাহলে আমরা তা প্রেরকের নাম ও ঠিকানা সমেত প্রকাশিত করবো |

১।    মলয় রায়চৌধুরী (৯)    প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং ধোপে টিকবে না দেখে, পরে অশ্লীলতার
.                                          দায়ে কবিকে অভিযুক্ত করা হয় এবং নিম্ন আদালতে দণ্ডিত হন |
.                                          উচ্চ আদালতে এই রায় নাকচ হয়ে যায়, ২৬ জুলাই ১৯৬৭  

২।   সমীর রায়চৌধুরী (২)    সেপ্টেম্বর ১৯৬৩ তে, প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে কবিকে অভিযুক্ত
.                                         করা হয় এবং ধোপে টিকবে না দেখে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়       

৩।   দেবী রায় (১)            সেপ্টেম্বর ১৯৬৩ তে, প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে কবিকে অভিযুক্ত
.                                         করা হয় এবং ধোপে টিকবে না দেখে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়     

৪।   প্রদীপ চৌধুরী (৫)         সেপ্টেম্বর ১৯৬৩ তে, প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে কবিকে অভিযুক্ত
.                                        করা হয় এবং ধোপে টিকবে না দেখে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়

৫।   আলো মিত্র (১)         

৬।   
সুভাষ ঘোষ (১)        সেপ্টেম্বর ১৯৬৩ তে, প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে কবিকে অভিযুক্ত
.                                        করা হয় এবং ধোপে টিকবে না দেখে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়

৭।   শক্তি চট্টোপাধ্যায় (১)   হাংরি আন্দোলনের শুরুতে ইনি নেতৃত্বে ছিলেন  

৮।   
সুবিমল বসাক (২)      

৯।   
বাসুদেব দাশগুপ্ত (১)   

১০।  
শম্ভু রক্ষিত (১)   

১১।  
করুণানিধান মুখোপাধ্যায় (১)   

১২।  
রাজা সরকার (১)