কবি ইন্দিরা দেবীর কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
মাঝখানেতে উঠ্ ল’ যে ঝড় ঘুর্ণী-বাতাস মাথায় ঘিরে,
তলিয়ে দিলে কোন্ অতলে মানস-সরের পদ্মিনীরে !
রঙ্গভূমির দৃশ্য পরে নাম্ ল’ কালের যবনিকা ;
ঘূর্ণী-বায়ুর আঘাত পেয়ে নিভ্ ল মনের দীপ্ত শিখা |
অতীত এখন শুধুই অতীত, নাই সে মনের উদ্দীপনা-----
বুকের তালে নূপুর তোমার শোণিত-স্রোতে যায় যে চেনা !
মিথ্যা সখি, জাগানো আজ অতীত দিনের অতীত কথা,
হয়ত’ তা’তে পাবে না সুখ, হয়ত’ মনে পাবেই ব্যথা !
. ******************
. সুচিতে...
মিলনসাগর
কবি ইন্দিরা দেবী
বাছিতে জানি না, বনফুল তুলি ভরেছি ডালা,
সাজাতে জানি না, পারি নি সাজাতে মনের মত,
তবুও এসেছি কমল চরণে সঁপিতে মাতঃ,
---নহে এ যোগ্য, অর্ঘ্য দিতে মা, ---বনের ফুল,
গন্ধবিহীন, অন্ধ স্নেহ ত বোঝে না ভুল!
তি
বী
ব এবং রাধারাণী দেবী সম্পাদিত “কাব্য দীপালি” কবিতা সঙ্কলন থেকে নেওয়া)
খি, পড়চে মনে সেই অতীতের সন্ধ্যাবেলা,
. কাছটি ঘেঁসে কঠিন হ’ত গল্প বলা,
. আঁচল নিয়ে খেল্ ত’ বায়ু লীলার ছলে,
নো মন্ত্রে তোমার মনটি কখন পড়্ ত’ গ’লে,
রে উঠ্ ত’ তারা, ফুট্ ত’ হাসি চাঁদের মুখে,
তর হাতটি ধরা, কতই কথা মনের সুখে !
. অবাক হ’য়ে মুখের ‘পরে থাক্ ত’ চেয়ে,
. মনটি তোমার আমার প্রাণে রইত ছেয়ে !
. পুঁথির মতন পড়েছিলে আমার এ মন,
ষ্টি তোমার, স্পর্শ তোমার অমূল রতন,
. কল্পলোকে উড়িয়ে দিতেম ভাবের পাখা,
. বুজ তখন, আকাশ ছিল সোণায় আঁকা !
খণ্ডকবিতা ১
কবি ইন্দিরা দেবী
তোমার বিচারে যাহা হয়, মোরে
তাই দিয়ো--- ওগো দিয়ো তাই।
শুধু তুমি মোর এইটুকু রেখো---
তোমা ছাড়া যেন নাহি চাই!
তোমার কাজের করিতে বিচার
নাহি চাহি নাথ কোনো অধিকার,
সাঁতরিয়া শুধু বেদনা-পাথার
তোমার প্রেমের কুল চাই!
. ******************
. সুচিতে...
মিলনসাগর
খণ্ডকবিতা ২
কবি ইন্দিরা দেবী
এ সংসার-রঙ্গভূমে নিত্য চলে অভিনয়!
আজ যারা প্রতিবেশী--- কাল তারা কেহ নয়।
এ জগতে তৃপ্তি নাহি, এ জগতে শান্তি নাই।
এসো, তবে এসো মৃত্যু, এসো বন্ধু, এসো ভাই।
সুখেতে জন্মেছে শ্রান্তি,--- দুঃখেতে দারুণ ক্লান্তি---
এখন নীরবে শুধু একান্তে ঘুমাতে চাই।
হে চির-সুহৃদ, আজি তোমারে ডেকেছি তাই।
. ******************
. সুচিতে...
মিলনসাগর