ইন্দিরা দেবী – জন্মগ্রহণ করেন কলকাতায়। কবির আসল নাম সুরূপা। পিতা মুকুন্দদেব মুখোপাধ্যায়
এবং স্বামী ললিতমোহন বন্দ্যোপাধ্যায়। ঔপন্যাসিক ও কবি অনুরূপা দেবী কবির ছোটো বোন এবং পুত্র
প্রখ্যাত চিত্রশিল্পী এবং কবি প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায়। শৈশবে তাঁর ঠাকুরদাদা ভুদেব মুখোপাধ্যায় তাঁকে
শিক্ষাদান করেন।
কবি, “নির্মাল্য” (১৯১৫), “কেতকী” (১৯১৫), ফুলের তোড়া (১৯১৮), “মাতৃহীন” (১৯২১) প্রভৃতি গল্পগ্রন্থ রচনা
করেন। তিনি “স্বর্ণখনি” (১৯১৮) নামে একটি উপন্যাসও রচনা করেন। স্যর আর্থার কোনান ডয়েলের একটি
রহস্য-উপন্যাস “ক্রোধরহস্য” নামে অনুবাদ করেন। তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে “স্পর্শমণি”, “পরাজিতা”,
“স্রোতের গতি”, “মাতৃহীন” প্রভৃতি।
তাঁর রচিত কবিতা সংগ্রহ “গীতিগাথা” তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
আমরা মিলনসাগরে তাঁর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের এই প্রয়াসের
সার্থকতা |
কবি ইন্দিরা দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্সঃ ডঃ শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩
. নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১০.২০১১
পরিমার্জিত সংস্করণ - ২১.০৭.২০১৩
...