কবি ইন্দুবালা ঘোষের কবিতা |
মুখবন্ধ কবি ইন্দুবালা ঘোষ অশ্রুধারা কাব্যগ্রন্থের মুখবন্ধ এ নহে কবিতারাশি এ নহে প্রীতির হাসি এ নহে গো সুধারাশি আশার মোহিনীতান। প্রতিদিন পলে পলে বুকফাটা অশ্রুজলে দুঃখের পরশখানি এনেছি করিতে দান॥ পিতৃশোকে মাতৃশোকে ভ্রাতৃশোকে ভগ্নীশোকে স্বামীশোকে বিধবার, নিদারুণ শোকতান। পুত্রশোকে কন্যাশোকে হৃদি ভাঙ্গা শত খান, ভাল কি লাগিবে কা’রও শোকের করুণ গান? হৃদয়ের স্তরে স্তরে কি বেদনা বলিবারে তাই আসিয়াছি আজ, তোমাদের সন্নিধান। সহানুভূতিতে ভরে যদি এরে শ্রদ্ধা করে’ পার তবে করো শুধু একবিন্দু অশ্রুদান॥ . ***************** . সূচিতে . . . মিলনসাগর |
ভক্তি-উপহার কবি ইন্দুবালা ঘোষ চিরস্নেহময়ী পরমারাধ্যা মাতৃদেবীর চরণে অশ্রুধারা চির স্নেহময়ী ওমা জননী আমার। গেছ কোন স্বর্গলোকে উজলিয়া আছ সুখে বহু দুঃখ কষ্ট মাগো পেয়েছ অপার॥ সুখে দুঃখে স্নেহকোলে লয়েছ সন্তানদলে আজ মাগো কিছু মনে পড়ে নাকি আর। স্মরিয়া স্নেহর রাশি সদা অশ্রুজলে ভাসি গাঁথিয়া সে অশ্রুধারা চকণে তোমার॥ দিলাম অঞ্জলি ভরি’ লও মা করুণা করি চিরস্নেহময়ী ওমা জননী আমার। শোক সন্তাপেতে ভরা আমার এ ‘অশ্রুধারা’ ঢালিয়া চরণে পাব সান্ত্বনা অপার॥ দুঃখিনী জননী তুমি দুঃখিনী তনয়া আমি দুখিনীর দুঃখ ব্যথা বোঝ মা আমার। সামান্য হলেও তবু উপেক্ষা করনি কভু আজ দুঃখ-নিবেদন লও অশ্রুধার॥ . ***************** . সূচিতে . . . মিলনসাগর |