কবি ইরা ভঞ্জ - ২০০৭ সালের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন এই কবির কলম প্রতিবাদে গর্জে
উঠেছিল। সেই সময়ে রচিত দুটি কবিতা আমাদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সংগ্রহে আমরা তুলেছিলাম।
সেই দুটি কবিতাও এই পাতায় দেওয়া হলো।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “রক্তাক্ত মাধুকরী”, “ইচ্ছে ডানা” প্রভৃতি। তাঁ অনুবাদ গ্রন্থের মধ্যে
রয়েছে “লুশ্যুনের কয়েকটি নির্বাচিত গল্প”। তাঁর তৈরী তথ্যচিত্রের মধ্যে রয়েছে “একজন চলমান গ্রামীন
অভিধান”, “আব্দুল জব্বার”, “জয়দেব মেলা-২” প্রভৃতি।
কবি ইরা ভঞ্জ ও তাঁর কবিতা সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো। এই পাতায় দেওয়া তথ্য ভুল দেখতে পেলেও
জানাবেন, আমরা শুধরে নেবো।
আমরা মিলনসাগরে কবি ইরা ভঞ্জের কবিতা তুলে আনন্দিত।
কবি ইরা ভঞ্জের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ০৭.০৭.২০১৩
...