কবি ঈশিতা ভাদুড়ীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
নির্বাসন
ঈশিতা ভাদুড়ী

তাকে চলে যেতে বলেছি আমি
অনেকদূরে, নির্জনতার কাছে |
যেখানে কোন নারী জন্মায় নি
আর পাখীরা নিশ্চুপ আজও |

তাকে চলে যেতে বলেছি আমি
অনেকদূরে, কাঁটা বনের কাছে |
যেখানে ঘাসের বদলে পড়ে থাকে
দু’চারটে নুড়ি পাথর |
সেইখানে চলে যেতে বলেছি তাকে,
যেখানে জ্যোৎস্না মিশে যায় ঝিঁ ঝিঁ র শব্দে-----

তাকে চলে যেতে বলেছি আমি
অনেকদূরে,
সেই নির্মম গ্রহে |

.        *************************                 
.                                                                                 
সূচিতে...


মিলনসাগর
*
আমাদের ব্যক্তিগত কাব্যগদ্য
ঈশিতা ভাদুড়ী

ওইখানে কৃষ্ণচূড়া
ওইখানে আমাদের তীব্র কলহ প্রবল প্রেম

বৃষ্টি পড়ে অঝোর জলে
ওইখানে গোলাপফুলে জ্যোৎস্না-অভিসার

ওইখানে গভীর সুবর্ণরেখা
ওইখানে স্বপ্ন-আকাশ উদোম ঝড়

নদীর পাড়ে মাছরাঙা
ওইখানে চাঁদের আলো নীল রাত

ওইখানে মৃগয়া ঐখানে কনকপদ্ম
ওইখানে আমাদের ব্যক্তিগত কাব্যগদ্য

.        *************************                 
.                                                                                 
সূচিতে...


মিলনসাগর
*
পাঁজরের অবশেষ
ঈশিতা ভাদুড়ী

এত যে বইছে নদী
তোমারই অশ্রু-জলে  ?

এত য়ে বৃষ্টি অঝোর,
তোমারই স্বপ্ন-ছেঁড়া ?

এত  যে মেঘ আকাশ-কালো,
তোমারই তীব্র ব্যথায়  ?

এত যে ওড়ে ছাই,
তোমারই পাঁজরের অবশেষ ?

তোমারই পাঁজরের অবশেষ ?

.        *************************                 
.                                                                                 
সূচিতে...


মিলনসাগর
*
এই অনন্ত রাত
ঈশিতা ভাদুড়ী

ছত্রিশ ইঞ্চি মাপের বিছানায়
ছ-ইঞ্চি তুমি নিয়ে
বাকি অংশ আমাকে দিলে
আমি কি পারি
অত ফাঁক নিতে ?
অত রাগ  ?  অত শূণ্যতা ?
আমি কি পারি ?

ছত্রিশ ইঞ্চি মাপের বিছানায়
মাত্র ছ-ইঞ্চি যদি
নাও তুমি
কীভাবে নেবো আমি
এই অনন্ত রাত ?
চৈত্রের ধূলো ঝড় ?

.        *************************                 
.                                                                                 
সূচিতে...


মিলনসাগর
*
নিয়ে যাব আধপোড়া অভিমান
ঈশিতা ভাদুড়ী

ঝিলিক রোদ্দুর, গাঢ় বর্ষা
ধীরে ধীরে আমি
সবই নিয়ে যাবো চলে  |
কোনো কিছুই রখবো না আর
.                        তোমার দেরাজে ও ঘরে,
শিফন শাড়ি অথবা আকাশের চাঁদ |
স্ব-ইচ্ছায় সবই আমি নিয়ে যাবো চলে
একান্ত গোপন কদমফুল,
.                        রাত্রিমান ভাস্কর্য |
আমি নিয়ে যাবো
প্রথম আলো, সমীরণ হাওয়া
.                অনুপশুভ্র উত্পলখানি |
ধীরে ধীরে  আমি নিয়ে যাবো চলে
আধপোড়া অভিমান আর ভস্মস্তূপ |

.        *************************                 
.                                                                                 
সূচিতে...


মিলনসাগর
*
নির্মম দূরত্বে
ঈশিতা ভাদুড়ী

তোমাকে রেখে
সরে এলাম আমি
ছেচল্লিশ মাইল ব্যবধানে

তোমার কাছে রেখে এলাম
পনেরো বাই সতেরো নিজস্ব ঘরখানি
দেওয়ালে অশ্রু-দাগ, দুটি টিকটিকি

তোমার কাছে রয়ে গেল
আমার দশ-ক্লাস-কিসোরীবেলা
তীব্র শাসনে বাবার ভ্রুকুটি
পড়ার আড়ালে গল্পের বই চুপিচুপি

তোমার কাছে রয়ে গেল
আমার লাল গোলাপ প্রথম যৌবন
উঠোনে বৃষ্টি

তোমাকে রেখে
সরে এলাম
নির্মম দূরত্বে
তোমার কাছে
রেখে এলাম আমি
বিগত আঠাশ বছরের
হেমবর্ণ বিকেল আর ক়ষ্ণচূড়া গাছটিকে

.        *************************                 
.                                                                                 
সূচিতে...


মিলনসাগর
*
যতিচিহ্ন
ঈশিতা ভাদুড়ী

যতিচিহ্ন রেখে আরো একবার
আমরা চলে এলাম ভিন্ন ভিন্ন পথে |
যেভাবে হেঁটেছি পূর্বে
ঠিক সেইভাবে এখন আর দিন যায় না |
কাঁথামুড়ি-রাতেও তুমি নেই সাথে |
বড় শীত শীত ভাব | অন্ধকার |
হিমঘুমে যে স্বপ্ন তার রঙও সবুজ নয় |
.                        এখন দিনযাপন অন্যরকম |
.                        বিষন্নতার সাথে কুলকুচি |
.                        কিন্তু স্মৃতিপথের তো কোনোই
.                        নিয়মশৃঙ্খলা নেই | সারাক্ষণই
.                        জলপরি ওড়ে তোমার মুখে,
.                        পদ্মবনে হাসে চাঁদ | সেদিনের
.                        ভাঁজে ভাঁজে অনুরণন আজ
.                        কিন্তু ফুসফুসে তীব্র ক্ষরণ |

.               *************************                 
.                                                                                 
সূচিতে...


মিলনসাগর
*
ইচ্ছে হয়
ঈশিতা ভাদুড়ী

একেকদিন ইচ্ছে হয় ঘুম ভেঙে হঠাৎ
.                         প্রবল ক্রোধে চিত্কার করে চুল ছিঁড়ি |
একেকদিন ইচ্ছে হয় একলা বসে
.                           রাত্রিভোরে আকুল কাঁদি |
কোনো কোনোদিন ইচ্ছে হয়
.                          নিজেকে গুঁড়িয়ে ফেলি
.                          নদী অথবা সমুদ্র-জলে |
কোনো কোনোদিন ইচ্ছে হয়
.                          ভুল ভাষা ব্যবহারে,
.                           অকারণ ধ্বংসস্তূপ |


একেকদিন নিখোঁজ হতে বড়ো ইচ্ছে হয়
একেকদিন মায়ের বুকে মুখ গুঁজে শিশু হতে |

.               *************************                 
.                                                                                 
সূচিতে...


মিলনসাগর
*
অক্ষর কাঁদে একা
ঈশিতা ভাদুড়ী

শব্দেরা স্মৃতিভ্রষ্ট দূরবর্তী দূরে আজ, অক্ষর কাঁদে একা |
চারপাশে যে দু’চারটে পালক উড়ে বেড়ায়
রোদ্দুর অথবা চাঁদ কেউই কি পারে
.                                             তাকে দিতে অন্য চিত্রকর ?

.               *************************                 
.                                                                                             
সূচিতে...


মিলনসাগর
*
অল্প দক্ষিণে যদি
ঈশিতা ভাদুড়ী

কমা আর সেমিকোলনের মধ্যবর্তী অংশে
দাঁড়িয়ে য়ে শূণ্যতা তার থেকে উত্তরে
হাঁটি য়দি অথবা অল্প দক্ষিণে
সেখানে কি অসামান্য ক্যানভাস কোনো  ?

.               *************************   
.                                                                                   
সূচিতে...


মিলনসাগর
*
গোপন ইঙ্গিতে যদি
ঈশিতা ভাদুড়ী

জাদুঘরে নাকি রেখেছো উড়ন্ত নারীর হাসি ?
অস্থির পা অনায়াস ঢুকে পড়ে যদি
গোপন ইঙ্গিতে খোলে বাতাসের বাঁশি
রাত্রির পথে তখন জ্বলে উঠবে আগুন ?

.               *************************   
.                                                                                   
সূচিতে...


মিলনসাগর
*
কুয়াশা-মেঘ
ঈশিতা ভাদুড়ী

কুয়াশা মেঘ শীতের আকাশে চোদ্দ টুকরো ওরা
আর সারারাত পাপড়ি ছড়ানো বিছানাটি
.                  বিষন্ন একা
সারারাত শীত শীত ওরা

.               *************************   
.                                                                                   
সূচিতে...


মিলনসাগর
*
স্মৃতি ডট কম
ঈশিতা ভাদুড়ী

ডাব্লু ডাব্লু ডাব্লু স্মৃতি ডট কম
স্মৃতির মধ্যে বেড়ে ওঠে মাছরাঙা
স্মৃতিতে ওড়ে ফুল চারপাশ
স্মৃতি মানে ব্যক্তিগত ধাঁধা

.      *************************   
.                                                                                   
সূচিতে...


মিলনসাগর
*
তুমি
ঈশিতা ভাদুড়ী

তুমি হলুদ পলাশ                 তুমি ডিজিটাল স্বপ্ন
তুমি নিজস্ব-নির্জন                তুমি মেঘে-ভেজা-দুপুর
তুমি গৌরমল্লার                  তুমি চৈত্রের শালবন
তুমি বকুল-গন্ধ                    তুমি মাত্রাছুট ভালোবাসা

.                 *************************   
.                                                                                                
সূচিতে...  


মিলনসাগর
*
রাতের অন্ধকারে
ঈশিতা ভাদুড়ী

রাতের পর পুকুরপাড়ে অজগর ঘোরে ফেরে
রাত বেড়ে গেলে বিষ নামে ঘাসে মাঠে
রাতের অন্ধকারে পালক খসে পড়ে

.          *************************   
.                                                                                
সূচিতে...    


মিলনসাগর
*
অন্ধগলিতে দীর্ঘশ্বাস
ঈশিতা ভাদুড়ী

বিশ্বাস বাড়ির পুকুরে অভিমান বেঁচে ছিল গতকালও,
আজ সকালে কে বা কারা হত্যা করেছে তাকে |
রাস্তা বন্ধ, মানুষ টানটান, অন্ধগলিতে দীর্ঘশ্বাস |
সংক্ষিপ্ত কারণ খুঁজে বার করি, একটু সরে দাঁড়াবেন ?

.                     *************************   
.                                                                                             
সূচিতে...    


মিলনসাগর
*
যেন ঠিক থাকে
ঈশিতা ভাদুড়ী

যেন ঠিক থাকে সব, উঠোনে পুব দিকে দেবদারু গাছ,
পাঁচিলে শালিখ দুটি, কপালে-টিপ-মা,
যেন ঠিক থাকে সব | মেঘ বৃষ্টি রোদ,  শিরা উপশিরা
নক্ষত্রপালক, ফিরে এসে যেন দেখি সবই ঠিক ঠিক |

.                     *************************   
.                                                                                             
সূচিতে...    


মিলনসাগর
*
ছাই-ছাই  বিকেল
ঈশিতা ভাদুড়ী

হেমন্তের কুয়াশা এবং দু-চারটে বিষন্নতায় আজ
ছাই-ছাই বিকেল আর বিবর্ণ ক্যানভাস-----

একান্ত কোনো দেওয়াল নেই যেইখানে আঁকতে পারি
কাঞ্চনজঙ্ঘাটিকে,
দুই কিংবা চার পলক দাঁড়াতে পারি একা
এমন নিভৃত বারান্দাও নেই |

হয়ত কোনোদিন নির্মিত হবে
একান্ত দেওয়াল অথবা ব্যক্তিগত আড়াল---
তখন হয়তো থাকবে না কেউ ছাদের কার্ণিশে,
দেওয়ালে হিজিবিজি দাগে একা দাঁড়কাক শুধু-----

হয়তো তখন
কুয়াশা এবং বিষন্নতা থেকে সরে আমি অন্য পথে

.              *************************   
.                                                                                             
সূচিতে...    


মিলনসাগর
*
নিভে যাচ্ছে আকাশ
ঈশিতা ভাদুড়ী

হঠাৎ নিভে যাচ্ছে আকাশ
তলিয়ে যাচ্ছ তুমি
.                কি এক আশ্চর্য ঘুমের মধ্যে
আর এখানে সুতে-কাটা ঘুড়ির মতো আমি
.                পড়ে আছি প্রবল শূণ্যতায়


এই ঘুম কেমন ?
.                তুমি তলিয়ে যাচ্ছো দয়াহীন !
.                ফেলে যাচ্ছ সমুদ্র-ঢেউ তীব্র কোলাহল !

  এই যে তুমি চলে যাচ্ছো
.                অন্যত্র, অনন্ত ঘুমে
কি হবে আমার এই সূর্য-ছেড়া সকাল ?

অরণ্য বা নদী, কার কাছে যাবো আমি ?

.              *************************   
.                                                                                             
সূচিতে...    


মিলনসাগর
*
বানান-বিভ্রমে
ঈশিতা ভাদুড়ী

কালো অক্ষরে কাঠঠোকরা পাখি বসে আছে
আর রবীন্দ্রনাথের লম্বা শরীর ঝুঁকে পড়েছে


বানান-বিভ্রমে
নিজেকে অচেনা লাগে ভীষণ
‘ঈ’ না ‘ই’, ‘শ’ না  ‘ষ’
.                মানুষ দাঁড়িয়ে ধন্দে
আর আমি
.                ঘুরে ফিরি শব্দচক্রে


শঙ্খে ফুঁ যদি দাও একবার,
.           শব্দবর্ণ যাবে কোথায়  ?

.              *************************   
.                                                                                             
সূচিতে...    


মিলনসাগর