কবি ইভা চক্রবর্তী - আমরা এই কবি সম্বন্ধে কিছুই জানি না।
২০০৭ সালের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন এই কবির কলম প্রতিবাদে গর্জে উঠেছিল। সেই সময়ে
কবির রচিত তিনটি কবিতা আমাদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সংগ্রহে আমরা তুলেছিলাম। সেই তিনটি
কবিতাও এই পাতায় দেওয়া হলো।
কবি ইভা চক্রবর্তী ও তাঁর কবিতা সম্বন্ধে তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো। এই পাতায় দেওয়া তথ্যে ভুল দেখতে পেলে
জানাবেন, আমরা শুধরে নেবো।
আমরা মিলনসাগরে কবি ইভা চক্রবর্তীর কবিতা তুলে আনন্দিত।
কবি ইভা চক্রবর্তী মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ০৮.০৭.২০১৩
...