কোথাও বা শহরের রয়েছে মডেল, কোথাও মাঠের বুকে সবুজ গাঁয়ের ছবি আঁকা, কালো কালো বিন্দুগুলি মানুষের সত্তার সংকেত |
কোথাও বা মামণির চুলের নীলচে ফিতে---- আঁকাবাঁকা নদী | কুটিল পদ্মার বুকে পিঙ্গল বালুর চর নক্ শা কাটা-কাটা | যেন বা উপুর-করা সমুদ্রের বিশাল ঝিনুক, অথবা বিরাট তিমি বালুজলে ল্যাজ উঁচু-করা |
হটাৎ তাকিয়ে দেখ ফসল-মাঠের জমি মোজাইক-করা যেন সাজানো পাথর | সবুজে হরিতে মিলে কী বিচিত্র রঙের বাহার ! ফ্রেমে-বাঁধা ল্যান্ডস্কেপ অবনীন্দ্র ঠাকুরের আঁকা |
সমতল মাঠগুলি নিমিষে হারিয়ে যায় ঘননীল অরণ্যের বুকে | শুরু হয় সানুমান পর্বতের চড়াই উৎরাই | গারো-পাহাড়ের মাথা কাফ্রির চুলের মতো কুঞ্চিত মসৃণ | যেন বা অগুনতি হাতী দল বেঁধে চলেছে কোথায়----- তাদের পিঠের মতো ধুম্রবর্ণ আসামের অসংখ্য পাহাড় | চলার পথের দড়ি আষ্টেপৃষ্ঠে বেঁধেছে তাদের ; কোথাও শিখরে চ’ড়ে দেখেছে নগাধিরাজ দেবতাত্মা নয়, গিরিশৃঙ্গ মানুষেরি নির্ভীক নিবাস |
তারো উর্দ্ধে কয়েক হাজার ফুট শূন্যপথ পরিক্রমা ক’রে মধ্যবিংশ শতাব্দীর নবমেঘদূত |
************** . সূচিতে...
মিলনসাগর
|
সভ্য মানুষের সনাতন শিল্পী ওরা----
মালিন্যকে অমলিন করার বৈদ্য |
শেষরাত থেকে ভোর,
ভোর থেকে সকাল,
সকাল থেকে দুপুর যায় গড়িয়ে-----
তবু ওদের কাজের বিরাম হয় না |
দুটি পেশল বাহুর মায়াস্পর্শে
শূন্যে পূর্ণ একটি বৃত্ত রচনা ক’রে
কাপড়ের মালা আছড়ে পড়ে কঠিন পাটার বুকে |
ধীরে ধীরে তার রঙ বদলায়
বারবার জলা গা ধুয়ে
দেহে লাগে সিক্ত রোদের শুভ্রতা |
পৃথিবীর মাটি হয় আকাশের আলো |
বেলা পড়ে এলে
বিকেলের প্রসন্ন আলোয়
একবার ওদের দিকে তাকাও |-----
ধরজির যুগল-লতায়
অসংখ্য ফুল ফুটেছে,
হাওয়ায়-দোল-খাওয়া দুধসাদা একরাশ ফুল |
ওই ফুল গায়ে জড়িয়ে বাবুরা ফুলবাবু হয় |
. **************
. সূচিতে...
মিলনসাগর
তোমার যৌবনের লীলাসঙ্গীরা আজ কোথায় ?
. প্রৌঢ়প্রজ্ঞার প্রিয়শিষ্যরা ?
. হায় রে হৃদয়
. তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয় |
. মাঘের গোধূলি ঘনিয়ে আসছে |
কালের হাওয়া লেগেছে ভাগীরথীর হিমেল প্রবাহে |
. এই হাড়-কাঁপানো শীতে প্রাণের উষ্ণস্পর্শ পাচ্ছি
. তোমার মর্ত্যলীলার শেষরশ্মিতে |
. অগ্নিজিহ্বার দেহরস পান ক’রে
শ্মশানমালঞ্চে ফুটে উঠছে অসংখ্য স্বর্ণচাঁপা |
. আকাশে তাকিয়ে দেখি
মেঘাবরণমুক্ত সূর্য অস্তদিগন্তে চিরজ্যোতির্ময় |
. **************
. সূচিতে...
মিলনসাগর
. বৃথা খোঁজে জরা-ব্যাধি-মৃত্যুর নিদান |
. ওদিকে দিগন্তজোড়া মাঠে
. অরণ্যপ্রান্তর থেকে ভেসে আসে
. সবুজে-হলুদে মিনে-করা
. হাঁসুলীবাঁকের উপকথা |
. নাগিনীকন্যার কাহিনীতে
. উলঙ্গ প্রাণের নৃত্য দেবতার নিষিদ্ধ দেউলে |
. কালের পুতুল ওরা
. মৃত্যুর প্লাবনে ডুবুডুবু |
. তবু রাত ভোর হয় |
. পুবের আকাশে ভাসে বৃন্তহীন সোনার কমল |
. তারি আলো চোখে নিয়ে,
. মৃত্যু নয়,
. জীবনের জয়ধ্বনি করে
. স্বর্ণবিন্দুশীর্ষ কাশফুল |
. **************
. সূচিতে...
মিলনসাগর
ভোরের বাউল
"একটি আলোর পাখি" থেকে
জগদীশ ভট্টাচার্য
আকাশপথে "একটি আলোর পাখি" থেকে জগদীশ ভট্টাচার্য
|
শুক্লবৈদ্য
"একটি আলোর পাখি" থেকে
জগদীশ ভট্টাচার্য
জীবনের গান বাজায় |
বনসংগীত |
র মুখে
কারে
প-----
কাশী মিত্তির ঘাটে
"একটি আলোর পাখি" থেকে
জগদীশ ভট্টাচার্য
বিকেলের আকাশে মেঘের
গঙ্গার কাশী মিত্তির ঘাটে তা
. কত বিদগধ জন
. অনুভব কা
. কহ কবিবল্লভ
. লাখে না মি
. তুমি ছিলে সেই একলা
. পরিশীলিত পান্ডিত্যের
. রসের সাগরে ডুব
. তুমি প্রেমিক | তুমি র
. নিঃসঙ্গ শ্মশানশয্যার পা
স্বর্ণবিন্দুশীর্ষ কাশফুল
"একটি আলোর পাখি" থেকে
জগদীশ ভট্টাচার্য
. বন্যায়
. তবু তো শরৎ এ
. মৃত্যুর দুঃস্বপ্ন-ঘেরা
হঠাৎ নিশুতি ঘুমে আ
. কালিন্দী
. প
. ভুবন
. অ
. শুধু অ
. বিলাসের
. একটি
. জলসা
. নি
. জী
. অধ্রুব আ
আকাশে |
রাত ছিল কাল,
উঠলো কাক |