কবি জগন্মোহিনী দেবীর কবিতা
*
পূর্ণিমার চন্দ্রর্শন
কবি জগন্মোহিনী দেবী

মন হাসিতে চাও, কর শিক্ষা সুধাংশুর কাছে।
কেমন সুন্দর হাসি শিখিয়াছ মার কাছে।
এমন মধুর হাসি চারিদিকে প্রকাশি,
করিছ বিস্তার জগৎ মাঝে।
এমন হাসি হায়, দেখি নাই আর কোথায়,
আপনি হাসি জগৎ হাসায় কি অপরূপ সাজে।
ইহা হতে সুন্দর, ভক্ত মুখচন্দ্র, আহা কেমন
মধুর হাসি সাজে সে মুখ মাঝে।

.        *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       
*
ভক্তিগীতি
কবি জগন্মোহিনী দেবী

ঘোর অন্ধকারে, কে গো বিরাজ করে।
গোপনে বসিয়া হাস, দেখা দাওনা আমারে।
এমন মা ত দেখিনে, লুকোচুরি করে
আমার হৃদয়ঘরে। কত কর লীলা খেলা
ভাবুক ভক্ত বিনা কে বুঝিতে পারে।

.        *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর