কবি জগন্মোহিনী দেবী – জন্মগ্রহণ করেন হাওড়া জেলার বালি-তে। তিনি ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের
প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেনের সহধর্মিণী ছিলেন।

১৯১১ সালে প্রকাশিত হয় তাঁর রচিত জগত্হার নামে একটি সঙ্গীত পুস্তক। এই গ্রন্থে রয়েছে নববিধান সমাজ
সম্পর্কিত সঙ্গীত সহ মোট ১১৪টি সঙ্গীত।

তাঁর জ্যোষ্ঠা কন্যা
কোচবিহারের মহারাণী সুনীতি দেবী এবং তৃতীয়া কন্যা ময়ূরভঞ্জের মহারাণী সুচারু দেবী
ছিলেন কবি।  

আমরা
মিলনসাগরে  জগন্মোহিনী দেবীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।


উত্স --- নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
দামিনী”।    


কবি জগন্মোহিনী দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ২২.১০.২০১৪
...