হাট কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত ডঃ ঝুমা রায়চৌধুরী সম্পাদিত “প্রিয় কবিতা ২” কাব্য সংকলন, জানুয়ারী ২০১৫ থেকে পাওয়া।
দূরে দূরে গ্রাম দশ-বারোখানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলেনা প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। . বেচা কেনা সেরে বিকেল বেলায় . যে যাহা সবে ঘরে ফিরে যায় ; বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ ; দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দীপ --- আঁধারেতে থাকে হাট।
নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত বকের পাখে ; মদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুড়-শাখে। . হাটের দোচালা মুদিল নয়ান, . কারো তরে তার নাহি আহ্বান, বাজে বায়ু আসি বিদ্রুপ-বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে ; নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে।
দিবসেতে সেথা কত কোলাহল চেনা-অচেনার ভীড়ে ; কত না ছিন্ন চরণচিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। . মাল চেনাচিনি, দর জানাজানি, . কানাকড়ি নিয়ে কত টানাটানি ; হানাহানি ক’রে কেউ নিল ভ’রে, কেউ গেল খালি ফিরে। দিবসে থাকে না কথার অন্ত চেনা-অচেনার ভিড়ে।
কত সে আসিল, কত বা আসিছে, কত না আসিবে হেথা ; ওপারের লোক নামালে পসরা ছুটে এপারের ক্রেতা। . শিশির-বিমল প্রভাতের ফল, . শত হাতে সহি’ পরখের ফল--- বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। হিসাব নাহি রে---এল আর গেল কত ক্রেতা-বিক্রেতা।
নূতন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা ; দিবসরাত্রি নূতন যাত্রী, নিত্য নাটের খেলা . খোলা আছে হাট মুক্ত বাতাসে . বাধা নাই ওগো---যে যায় যে আসে, কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা॥
কথা কও, বউ কথা কও ! চিরবঞ্চিত বাঞ্ছিত এল --- কথা কও, বউদুয়ার খুলিয়া ডাকিয়া লও | ঘরকরণার এতই কি কাজ--- সাঁঝের আঁধারে এত বা কি লাজ ! কত যতনের কবরীর সাজ বউ কথা ক গণ্ঠনে কেন ঢেকে রও ? কথা-ভরা প্রাণে অভিমান ঝাঁপি' ব্যাকুলিত ব্যথা কেন সও--- বউ কথা ক বউ কথা কও ! মিলনসাগর.কমের কবিতা
কথা কও, নারী কথা কও ! কত কল্পের কবি-কল্পিত--- কাহিনীর ভার কেন বও ? লজ্জাজড়ানো অঙ্গের বাসে ইঙ্গিত শুধু কাঁপিছে আভাসে ; শত কবি গাহে সহস্র ভাষে--- মনে মনে হেসে সারা হও ! কেন ইঙ্গিত ? সুখে ও দুঃখে, কি তার অর্থ ? কথা কও--- নারী কথা কও | মিলনসাগর.কমের কবিতা
কথা কও, গোপী কথা কও ! আকুল বাঁশরী কাঁদিয়া সাধিছে--- কেমনে এমন স্থির রও ? গাছে গাছে ওই কদম্ব ফুটে, নদীতে নদীতে কালিন্দী ছুটে ! তব শ্যামে ধরা শ্যাম হ'য়ে উঠে--- সুন্দরী তারে চিনে' লও ! কত সোহাগের বুকের ধন যে চরণে লুটায় ; কথা কও--- রাই, কথা কও ! মিলনসাগর.কমের কবিতা
কথা কও, দেবী কথা কও ! কত পূজারীর পূজা শেষ হ'ল--- পাষাণী, পাষাণই কভু নও | কত না কুসুম চরণে শুকায়, চন্দন মরে ঘষে' নিজ কায় ; ধূপ দীপ কত দহে' জ্বলে' যায়, মৌন তুমি যে চেয়ে রও ! মিছা যদি পূজা, বৃথা আয়োজন, মুখ ফুটে' সেই কথা কও,--- দেবী, কথা কও ! মিলনসাগর.কমের কবিতা
কথা কও, সতী কাথা কও ! মৃত্যুঞ্জয় নিরুপায় বলে' মৃত্যুর আড়ে নাহি রও | বিরাট বিরাগী শোকে সারা হয়ে, ধরাময় তোমা দিল ছড়াইয়ে ; খুঁজে' ফিরে আজ মহা উন্মাদ, জননী, তাহারে ডেকে লও ! নিদাঘ জ্বালিয়া ব্যোমকেশ পুনঃ তপে বসে বুঝি, কথা কও--- সতী, কথা কও ! মিলনসাগর.কমের কবিতা
কথা কও, বউ কথা কও ! বিশ্ব-মর্ম্ম-অন্তপুরিকা, গুণ্ঠন আজি তুলে' লও | ভোগী ভাবে, ওই, কবি সাধে গানে ; একই কথা জপে যোগী প্রাণে প্রাণে ; যুগ-যুগান্ত ফুকারিব কত ? চির মৌন ত' তুমি নও! সতী, সুন্দরী, দেবী, বধু, নারী, নিখিল হৃদয়ে কথা কও--- "বউ কথা কও !"
.গঙ্গাস্তোত্র গঙ্গা চির ক্রন্দনময়ী গঙ্গে !কুলুকুলু কলক জলকুলুকুলু কলকল প্রবাহিত আঁখি জলকুলুকুলু কলকল গঙ্গাস্তোত্র দেব-মানবের এক সঙ্গে ! গঙ্গাস্তোত্র চির ক্রন্দন গোলকে হল না ঠাঁই শিবজটা বাহি তাই বিশ্বের ক্রন্দন-বিচলিত নারায়ণ মিলনসাগর.কম আঁখি তার অশ্রুতে ভরিল,--- গোলকে হল না ঠাঁই শিবজটা বাহি তাই শতধারা ধরণীতে ঝরিল | মিলনসাগর.কম এর কবিতা চির ক্রন্দনময়ী গঙ্গে
হিমগিরি-নিরঝরে তোমার জীবন গড়ে,--- মিথ্যা মা মিথ্যা এ কাহিনী ; যুগে যুগে নরনারী --- অফুরান-আঁখিবারি পুষ্ট করেছে তব বাহিনী | মিলনসাগর.কম এর কবিতা চির ক্রন্দনময়ী গঙ্গে
তব তীর-ধীর-বায়ু হরিল কত না আয়ু | কত আলো স্রোতজলে মিলাল ! ভরি তব ভাঙা পাড় কত কোটি হাহাকার ভাঙা বুক রাঙা আঁখি ঘুমাল ! মিলনসাগর.কম এর কবিতা চির ক্রন্দনময়ী গঙ্গে
ভরা কোল করি খালি জননীরা আনে ডালি যুগে যুগে মাগো তোরি অঙ্কে,--- কত না বালুর চর সে ব্যথায় উর্বর বলি অঙ্কিত তট পঙ্কে ! মিলনসাগর.কম এর কবিতা চির ক্রন্দনময়ী গঙ্গে
অশ্রু-পূত ও জল, পূত তব তটতল লুপ্ত করিয়া কত কীর্তি ; কত না চিতার ছাই মিশাইয়ে আছে, তাই পবিত্র তব তট-মূর্তি | মিলনসাগর.কম এর কবিতা চির ক্রন্দনময়ী গঙ্গে
তাই আনি তব মাটি গড়ি নিজ দেবতাটি তোমারি সলিলে যবে পূজি মা ! যুগে যুগে যত ব্যথা মানব পেয়েছে হেথা তারি পূজা করি যে তা বুঝি না | মিলনসাগর.কম এর কবিতা চির ক্রন্দনময়ী গঙ্গে
তাই গাহি তব তীরে, তাই নাহি তব নীরে, তাই চাহি ঘুমাতে ও কোলে মা ! কলোকল্ কুলুকুলু এ ধারার কোথা মূল কোথা কূল দিস যদি বলে মা !
মিলনসাগর.কম এর কবিতা চির ক্রন্দনময়ী গঙ্গে বন্দি ত্রিকালজয়ী গঙ্গা মূর্তিময়ী--- অনন্ত-জীব-ব্যথা-প্রবাহ ! অনাদি ও ক্রন্দনে মিশাইনু ক্রন্দন এ বুঝে নে মা প্রাণের কি দাহ !