কবি জয়তী রায়ের কবিতা
*
আগুনের ভাষা
কবি জয়তী রায়

আগুনের মধ্যে দিয়ে এসেছি,
মামনে বয়ে যেতে দেখেছি লাভা স্রোত,
তবুও আগুনের ভাষা কণ্ঠগত হয়নি কেন?
দেখেছি চৈত্রের দুপুরে
.        কৃষ্ণচূড়া পুড়ছে,
ফুটিফাটা মাঠের ফাটলে
.        ধোঁয়া উঠছে,
যেন দুঃখী জননীর অভিমান,
সামান্য বৃষ্টিপাতেই ধুয়ে মুছে যাবে---

কেন শুধু দেখি গাছের সবুজ পাতায়
.        ক্ষমার উচ্চারণ,
লালা পলাশে কোন ক্রেধ চোখে পড়েনা,
রেশম পালক চড়ুই পাখি
জানলায় এসে গান শুনিয়ে যায়
.        যেন চারণ বালক,
ভাঙা ঘরের আঙিনায় একতারা বাজিয়ে
.        গেয়ে যায় আজন্ম বাউল ;

খোলামকুচির মতো সময় উড়ে গেলেও
.        ঠাণ্ডা মাটিতে এমন কিছু পড়ে থাকে
যার ঋণ আজীবন শোধ হয় না।

.            *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
সময়
কবি জয়তী রায়

দুধটা উথলে উঠতেই
.        আমি গ্যাসের চাবি বন্ধ করে দিলাম,
এভাবেই উথলে ওঠে সময়.
.        গড়িয়ে পড়ে, হয়তো কখনও
.                পুড়ে যায় যথার্থ
.        পরমান্ন হয়ে ওঠার আগেই---
সময় কে হাতের মুঠোয় রাখতে পারে
.                এমন স্থপতি কেউ আছে নির্মাণে?
.        সে তো উদাসীন হেঁটে যায়,
.                সে কি কোনদিন কারও
.                        চোখের ওপর চোখ রেখেছে,
.        মুখ দেখেছে ফুটন্ত আলোয়?
মাঝে মাঝে ইচ্ছে হয় সময়কে
.        সাজঘরে নিয়ে যাই,
তার উড়ুক্কু চুলে একটি মনোরম
.                বেণী বেঁধে দিই,
সটান চিবুক ছুঁয়ে প্রশ্ন করি
এত পরাক্রম কোথা থেকে অর্জন করেছ?
উত্তর নেই, ক্ষয়ে যেতে যেতে শুধু খুঁজে দেখি
.        সময়ের উদ্বৃত্ত ফসল
.                সামান্য পড়ে আছে কিনা।

.               *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর