দুধটা উথলে উঠতেই . আমি গ্যাসের চাবি বন্ধ করে দিলাম, এভাবেই উথলে ওঠে সময়. . গড়িয়ে পড়ে, হয়তো কখনও . পুড়ে যায় যথার্থ . পরমান্ন হয়ে ওঠার আগেই--- সময় কে হাতের মুঠোয় রাখতে পারে . এমন স্থপতি কেউ আছে নির্মাণে? . সে তো উদাসীন হেঁটে যায়, . সে কি কোনদিন কারও . চোখের ওপর চোখ রেখেছে, . মুখ দেখেছে ফুটন্ত আলোয়? মাঝে মাঝে ইচ্ছে হয় সময়কে . সাজঘরে নিয়ে যাই, তার উড়ুক্কু চুলে একটি মনোরম . বেণী বেঁধে দিই, সটান চিবুক ছুঁয়ে প্রশ্ন করি এত পরাক্রম কোথা থেকে অর্জন করেছ? উত্তর নেই, ক্ষয়ে যেতে যেতে শুধু খুঁজে দেখি . সময়ের উদ্বৃত্ত ফসল . সামান্য পড়ে আছে কিনা।