কবি জীবনবালা দেবীর কবিতা
*
সরসে সরোজবালা যাঁর পাশে চেয়ে থাকে
কবি শ্রীমতী জীবনবালা দেবী

সরসে সরোজবালা যাঁর পাশে চেয়ে থাকে,
বিহগের কলকণ্ঠে যাঁহারে সতত ডাকে,
অনিমেষ শত আঁখি চেয়ে থাকে যাঁর পানে,
প্রভাতে পুলকভরে নমি তাঁর শ্রীচরণে।
বচন বলিতে নারে, শ্রবণ যা শুনে নাই,
নাসিকায় গন্ধহীন, নয়ন যা দেখে নাই,
ত্বকেতে পরশহীন যাঁহার বিশালকায়,
প্রভাতে উদ্দেশে আজি প্রণমি তাঁহার পায়।
নিদাঘের তপ্ত রবি, বরষার জলধার,
শরতের চারুশোভা, হেমন্তের শিশিরভার,
বসন্তের সুন্দর ছবি, এ বিশ্ব রচনা যাঁর,
প্রভাতে পুলকভরে প্রণমি চরণে তাঁর।
নয়নেতে দেখি নাই, তবু যাঁরে প্রাণ চায়,
ব্যাকুল হৃদয়খানি বিকাযেছি যাঁর পায়,
যাঁহার শরণে পাপ-তাপ জ্বালা দূরে যায়,
আজি প্রাতে নমি আমি সেই বিশ্ব বিধাতায়।

.        *************************        
.                                                                            
সূচিতে . . .    



মিলনসাগর