কবি যোগীন্দ্রনাথ সরকারের কবিতা ও ছড়া
|
পায়ে ছাতি দিয়ে লোকে
. হাতে হেঁটে চলে,
. ডাঙায় ভাসে নৌকা-জাহাজ,
. গাড়ি ছোটে জলে!
মজাক দেশের মজার কথা
. বলবো কত আর ;
. চোখ খুললে যায় না দেখা
. মুদলে পরিষ্কার!
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
কালা হারে কি ধলা হারে
কবি যোগীন্দ্রনাথ সরকার
করবি রে তুই কি ?
ঠোঁট কাপানি মুখ খিঁচুনি
. অনেক দেখেছি!
দাঁতের বড়াই করিস্ কি রে,
. এক্কেবারে ফেলবো ছিঁড়ে ;
কালা হারে কি ধলা হারে,
. আয় দেখিয়ে দি!
হু---আ---আ---আ---উ---!
হোঁ---ও---ও---ও---! ---
ফ্যাঁ---অ্যা---অ্যা----অ্যা---স!
ফোঁ---ও---ও---ও---! ! ---
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
সাপ নয় ত---যম
কবি যোগীন্দ্রনাথ সরকার
. প্রাণটা বুঝি যায়!
লেজটা ফুলে কলাগাছ
. করি কি উপায়!
মুখ থুবড়ে পড়ি বুঝি,
. হায় হায় হায়!
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
. করিম মিয়ার চাপে!
পেটের চেয়েও পিঠের জ্বালা
. দামু কেঁদে সারা,
তার প্রতিফল পায়, যেমন
. কাজটি করে যারা!
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
মজার মুল্লুক
কবি যোগীন্দ্রনাথ সরকার
এক যে আছে মজার দেশ,
. সব রকমে ভালো,
পেটুক দামু
কবি যোগীন্দ্রনাথ সরকার
তিনটা কলা পেয়ে দামুর
. মনটা কেমন করে,
. মিয়া ছাদে চড়ে,
মনে মনে হাসে তিনু---
. ভয় নাই ধড়ে।
হামা দিয়া কোচম্যান্
. গুটি গুটি যায় ;
ঝুপ্ ক’রে নেমে তিনু
. ঢুকিল তলায়।
হেঁট হ’য়ে কোচম্যান
. দেখে চারি ধার,
কোথা গেল তিনকড়ি---
. খোঁজ মেলা ভার!