কবি যোগীন্দ্রনাথ সরকারের কবিতা ও ছড়া
*
সজোরে দুই চেরা ডাল আবার এল ফিরে ;
চেপটে গিয়ে সিঙ্গীমশাই করেন হাঁই ফাঁই,
ইঁদুর যেমন কলে পড়ে, তাঁহার দশাও তাই।

.           **********************       


.                                                                                        
সূচিতে . . .    




মিলনসাগর
*
নেংটি-ইঁদুর দামা পেটে
.        হেলিয়ে দুলিয়ে!
আরে, ফড়িংবাবুর বিয়ে!

.      **********************       


.                                                                                        
সূচিতে . . .    




মিলনসাগর
*

.      **********************       


.                                                                                        
সূচিতে . . .    




মিলনসাগর
*
ল্যাজে গেরো
কবি যোগীন্দ্রনাথ সরকার




















খুব জোরে ভাই টেনে রাখিস ; হঠাৎ গেলে ছেড়ে,
উলটে ফেলে পিপে, আবার আসবে বাঘা তেড়ে!
লোভটা যেমন, তাহার উচিত শাস্তি দিয়ে শেষে,
দুই ভা’য়েতে বাড়ির পানে যাবো হেসে হেসে!

কেমন জব্দ ল্যাজের ডগায় বেঁধে দিচ্ছি গেরো,
পারিস্ যদি দুষ্টু বাঘা, এবার তবে বেরো।
লাফিয়ে বড় এসেছিলি, মুখটা করে হাঁ,
এখন কোন ছটফটানি---গোঁ---গোঁ---গাঁ---গাঁ!

.            **********************       


.                                                                                        
সূচিতে . . .    




মিলনসাগর
*
.        অমনি টিত্পটাং!

ডিগবাজিতে পেট ভরে না---
জলের ভিতর যাও,
রুই কাত্লা থাকুক এখন
.        হাবুডুবু খাও।

.            **********************       


.                                                                                        
সূচিতে . . .    




মিলনসাগর
লোভের সাজা
কবি যোগীন্দ্রনাথ সরকার

দুইটি জিরাফ বাঁধা ছিল গাছের দু’টো ডালে,
ফড়িংবাবুর বিয়ে
কবি যোগীন্দ্রনাথ সরকার

.        ফড়িংবাবুর বিয়ে!
টিকটিকিতে ঢোলক বাজায়
.        ধুচনি মাথায় দিয়ে।
.        এবার করো মাপ।

বলবে যা, তা করবো আমি
.        হ’ব বেজায় সৎ,
দোহাই বাবা পায়ে ধরছি
.        দিচ্ছি নাকে খত!

বইটি নিয়ে পড়বো বসে
.        সারা সকাল বেলা ;
এক্কেবারে ভুলবো আমি
চিত্পটাং
কবি যোগীন্দ্রনাথ সরকার

আজ ব্যাপার হ’ল কি ?
না ফেলতে টোপ অমনি গেলা
খল্ খল্ খল্ কাতিয়ে খেলা