কবি যোগীন্দ্রনাথ সরকারের কবিতা ও ছড়া
|
কানে থেকে কান অবধি অমনি হ’ল হাঁ
চাট্টে ষাঁড়ে চেঁচায় যে গাঁ---গাঁ---গাঁ---!
‘ঘুমের ওষুধ ঠিক ধ’রেছে’ সাম্বো হেসে কয় ;
থুম-থুমা-থুম নাচে জাম্বো স্ফুর্তি অতিশয়!
তোমরা পাঠক, কেউ যদি এ ব্যাধিগ্রস্ত থাকো,
কংগো থেকে অষুধ এনে পরখ করে দেখো!
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
বিষম সাহস
কবি যোগীন্দ্রনাথ সরকার
কাতারে কাতারে সেনা,
সেনাপতি জাম্বো বলে---
বাজিছে সমর-ডঙ্কা, হ’বে
বুক ফুলাইয়া ছুটে চল সে
হুঙ্কারিয়া সেনাগণ দম্ভভ
“জয় জয় আমাদের সেনা
উত্সাহে ছুটিয়া চলে যত
বীরপদভরে ধরা করে ট
বন্দুকে সঙ্গীন খাড়া সাহস
ঊর্ধ্বশ্বাসে ছুটে আর বলে
উঁচু, নীচু, ঢালু নাহি মানে
হঠাৎ পশিল কানে “প্যাঁ
গুরু গুরু কাঁপে বুক, মা
“প্যাঁক্-প্যাঁক্-প্যাঁক্” ঐ
হতভম্ব সেনাপতি পিছু
ছত্রভঙ্গ সেনাদল বুক ধড়
হটে আর বলে সবে “দ্যা
ধ’রে বুঝি খেয়ে ফেলে,
ছুটিতে ছুটিতে গেল গভী
পরস্পর সে বীরত্ব বাখা
“সমানে সমানে যদি হত
দেখাতাম ‘প্যাঁক্-প্যাঁক্’
আগে মোরা বড় হই, দে
কাপুরুষ ‘প্যাঁক্-প্যাঁক্’
. *********************
. সূচিতে . . .
মিলনসাগর
ঘুমের ওষুধ
কবি যোগীন্দ্রনাথ সরকার
আফ্রিকাতে কাটায় সুখে কাফ্রি বার মাস ;
উচিত শিক্ষা
কবি যোগীন্দ্রনাথ সরকার
গাছের ডালে ফলটি পেকে
. জুটল এ বালাই!’
যথই ভাবে, রাগে তাহার
. অঙ্গ জ্বলে যায়,
চক্ষু দুটো মাথায় তুলে
. কটমটিয়ে চায়!
মুখের গ্রাসটা কেড়ে খাবে,
. এত বড় বাড় ;
রাগের চোটে ধরলো হাতি
. জিরাফের ঘাড়!
ঘড়টা যত নুইয়ে আসে
ব্যাঙত্ব লাভ
কবি যোগীন্দ্রনাথ সরকার
নদীর ধারে বসত ছিল
. সাহেব সদাগর,
. তাদের সে চেহারা!
গোল মাথা চ্যাপটা হ’ল,
. লম্বা হ’ল ঠ্যাং ;
এক্কেবারে হয়ে পড়লো
. আস্ত কোলা ব্যাঙ।
তাই কি শুধু মুখটি গুঁজে
অবাক কাণ্ড
কবি যোগীন্দ্রনাথ সরকার
. অবাক কাণ্ড ভাই!
এমন ব্যাপার আর কখনো,
. জন্মে দেখি নাই!
পথের ধারে---বাপ্ রে বাপ্
প্রকাণ্ড দুই পাহাড়ে সাপ