কবি যোগীন্দ্রনাথ সরকার – বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিশুসাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেন চব্বিশ
পরগণা জেলার নেতরাতে। পিতার নন্দলাল সরকার। তাঁদের আদি নিবাস ছিল যশোহর এবং পরে খুলনা
জেলার জয়নগরে। প্রখ্যাত চিকিৎসক ডঃ নীলরতন সরকার যোগীন্দ্রনাথ সরকারের দাদা। কবি ব্রাহ্ম
ধর্মাবলম্বী ছিলেন।

তিনি বিহারের দেওঘর উচ্চ বিদ্যালয় থেকে এনট্রান্স পরীক্ষায় পাশ করে কলকাতার সিটি কলেজে ভর্তি হন
কিন্তু পড়াশোনা শেষ করতে পারেন নি ।

তিনি সিটি কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করতে আরম্ভ করেন মাত্র পনের টাকা মাইনেতে । এই সময় থেকেই
তিনি শিশু সাহিত্যের প্রতি আগ্রহী হন এবং শিশুসাহিত্য রচনা আরম্ভ করেন । আজগুবী ছড়া
(nonsense
rhymes)
রচনায় তিনি খুব দক্ষ ছিলেন।  তাঁর  রচিত  হাসিখুশি (১৮৯৭) বইটি শিশুদের কাছে এখনও
জনপ্রিয়। তাঁর অন্যান্য রচনার মধ্যে রয়েছে কাব্য “বিকাশ” এবং “দীপ্তি” (১৮৯১), ছবি ও গল্প (১৮৯৬),
খেলার সাথী (১৮৯৮), বন্দেমাতরম (১৯০৫), বনে জঙ্গলে (১৯২৮), ছোটদের চিড়িয়াখানা (১৯২৯), গল্পসঞ্চয়
(১৯৩৬) প্রভৃতি।  

তিনি সখা, সখী, মুকুল, বালকবন্ধু, বালক, সন্দেশ প্রভৃতি ছোটদের পত্রিকায় লিখতেন। তিনি পরে মুকুল
পত্রিকাটি সম্পাদনাও করেছিলেন ।

আমরা কৃতজ্ঞ হায়াতনগর সুভাষ সমিতির কাছে কারণ এই ছবিটি তাঁরাই আমাদের পাঠিয়েছেন। তাঁদের
তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট এ যেতে
 এখানে ক্লিক করুন . . .
তাঁদের ইমেল - subhassamityhayatnagar@gmail.com    


আমরা মিলনসাগরে  কবি যোগীন্দ্রনাথ সরকারের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টার সার্থকতা।


উত্স –
শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
.        
উইকিপেডিয়া     
.        হায়াতনগর সুভাষ সমিতি
, তাঁদের তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট . . .  
        

কবি যোগীন্দ্রনাথ সরকারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১৪.০৮.২০১৩
কবির ছবি সহ পাতার পরিবর্ধিত সংস্করণ - ৩.১১.২০১৯

...