কবি জয়দেব বসুর কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
শুয়ে থাকতে-থাকতে, এই ময়লা হলুদ বাড়িতে
এই ঠান্ডা নির্জনতা আর দৈবাৎ কুকুরের কান্নার মধ্যে
আজকাল আমি গন্ধ পাই তুলোর |
গন্ধ পাই পাঁউরুটির কিংবা বিকারে ফুটতে থাকা
ছুরি ও কাঁচির |
ওষুধের মত উগ্র নয়, বরং মৃদু,
দীর্ঘকাল একসঙ্গে কাটাবার পর দর্জি যেমন গন্ধ পায় সূচের ;
স্বামী গন্ধ পায় স্ত্রী-র,
যেমন আমি গন্ধ পেতাম রাস্তার, গন্ধ পেতাম
কোলাহলের, ফেস্টুনের, ফিউচারিস্ট জ্যাকেটের,
গন্ধ পেতাম চুলের ফিতের-----
কতদিন--কতদিন আগে ?
জানলা খুলে দেখলাম শিমূলের শেষ পাতাটাও ঝরে গেছে |
গায়ে কাঁটা দিয়ে উঠল, মিলনসাগর
কতদিন--- আর কতদিন ?
মনে পড়ল, খাঁচার বাইরে আমি কখনো টিয়া দেখিনি,
দেখিনি মফস্বলী স্টেশনের চালে বসে আছে ময়ূর,
জনারের খেতের মধ্যে নেমে পড়েছে নীলগাই,
দেখিনি, এই দাওয়া আর ঐ দাওয়ার মধ্যে
পারাপার করছে গামলা----
সে-ঝলকে দেখি রাস্তার দুই ধারে
গোপন এবং নিষিদ্ধ বেচা-কেনা,
কারা বিক্রেতা ? তারা আমাদেরই লোক,
খদ্দের ডেকে বলছে, ‘কী নিবি, নে না ?’
কী বেচেছে তারা ? এতদিন যত মুক্তো
চোখের মণিতে লালন করেছি----তা-ই ;
এতদিন যারা ছিল ইমানের রক্ষী
মোটামুটি আজ ফিরিঅলা সব্বাই |
দেখি, একলাই চলেছি, শিরস্ত্রাণ
খসে গেছে কবে, আড়ষ্ট অঙ্কুশ ;
শোনো, আমি এক উত্তর-ফাল্গুনী,
বীর নই, কাপুরুষ |
. ******************
. সুচিতে...
মিলনসাগর
আমার লোকাল কমিটি
জয়দেব বসু
এল-সি বলেছে, ঝামেলা
এল-সি বলেছে, তোমার
সমস্যা হয় আমাদের স
এল-সি বলেছে এল-সি ব
এল-সি বলেছে, একা কো
হঠকারীরাই কেবল ওস
এল-সি বলেছে, আমাদে
রাজ্য-কমিটি যা-বলেছে
এল-সি বলেছে, আমাদে
একা-একা কোন প্রতিবা
জানিয়ে দেখেছি, ফল যা
শুধু আমি কেন, অন্যের
ঘরে বসে থাকি, বই প
এল সি-তে গেলে আলগো
যদি দেখি কোন আক্রান্তে
এল-সি বলেছে--- বাপ্ রে
. ******************
. সুচিতে...
মিলনসাগর
আমার ভগবদ্ গীতা
জয়দেব বসু
নিরীহ লোকের গায়ে কাল
শনি-মন্দিরের পাশে চোলা
আরাধ্য দেবতা আজ স্থপ
ভন্ডামিতে সংক্রামিত ইদা
তোমাকে তাড়িয়ে দেবে ?
চোখ বুজে থাকেনা যে, স্ব
যে-যাই বলুক, তবু দায় থা
যে যুদ্ধ স্থগিত আজ, তুমি
লেনিন নিষিদ্ধ রক্তে ? ক্লীব
অস্বীকার করো পার্থ, কথা
. ******************
. সুচিতে...
মিলনসাগর
ওরা চাকরি রাখার চিন্তায়
কি করবে তা ভেবে পায়না
ওরা গণতন্ত্রও মানে
তবে, অন্যের দেশে চায়না
ওরা নিয়মিত ট্যাক্স দেয়
ওরা গ্রে হাউন্ড বাসে চড়ে
ওরা নিজেদের দেশে আজও
কোনও যুদ্ধকে ঘৃণা করে
মায়াকোভ্ স্কির শেষ সাতদিন
জয়দেব বসু
‘পাখিরে দিয়েছ গান / গায় সেই গান’ ---- কে লিখেছিল ?
আমার কোন নাম মনে পড়ে না |
কে আমাকে প্রতিদিন বলত----- বেঁচে থাকো |
কেউ তোমাকে চায় বা না চায়------ বেঁচে থাকো |
দুঃখে থাকো, আনন্দে থাকো----- বেঁচে থাকো |
লেখো আর বেঁচে থাকো আর লেখো আর
বেঁচে থাকো-----
মনে পড়েনা, আমার কোন স্বর মনে নেই |
আ, কেন আপনি এত নাছোড়বান্দা সিস্টার,
কী করবে সে বেঁচে থেকে, যে অন্যের কোন কাজেই আসে না ?
. ******************
. সুচিতে...
মিলনসাগর
আমার পুরসভা অঞ্চল
জয়দেব বসু
সেই লোক,
জ্জনক |
ঋণ ?
আপনি কি আদর্শ মার্কিন নাগরিক হতে চান ?
জয়দেব বসু
ওরা হ্যামবা
ওরা মর্টগেজে
ওরা ফুর্তিও
তবে, শনি-রো
ওরা ডিজনি
আরও নানা
ওরা পশুদে
তবে, কালো
ওরা চিকিত্সা-বীমা করে
ওরা বীমা করে শিক্ষার
ওরা নিজের কফিন কিনতেও
বীমা মনে করে দরকার
ওরা ভোট দেয় দুটি দলকে
ভোট নিয়মিত দিয়ে যায়
যারা সৌদি-তে সেনা রাখে
রাখে দিয়াগো-গার্সিয়ায়
যারা জীবাণু যু
যারা অস্ত্রের
যারা বুশ-রেগ
যারা মাদলিন
ওরা কোক বা
সেটা ক্রেডিট-
ওরা বাগানের
তবে, শনি-রো
ওরা ভোট দে
ভোট অবিরত
যারা কার্বাইড
যারা নিমের
যারা অকাত
চিলি, লিবিয়া
যারা অবরো
আর, লক্ষ শি
ওরা ভোট দি
ওরা ভোট দে
ওরা চার্চেও
প্রতি রবিবার
ওরা চার্চেও
একী নিদারুণ অ
. ******************
. সুচিতে...
মিলনসাগর