কবি জয়দেব বসু - জন্ম গ্রহণ করেন কলকাতায়। তাঁর শৈশব কাটে দার্জ্জিলিং এবং শান্তিনিকেতনে।

স্কুল শেষ করে যোগ দেন কলকাতার প্রেসিডেন্সী কলেজে বাংলা নিয়ে। স্নাতকোত্তর পড়া শেষ করেন
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এর পর তিনি দমদম মোতিঝিল কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন।

তাঁর প্রথম প্রকাশিত দীর্ঘ কবিতা “মেঘদূত” যা প্রকাশিত হয়েছিল “প্রতিক্ষণ” পত্রিকায় ১৯৮৮ সালে যা
কবি
সুনীল গঙ্গেপাধ্যায় সহ আরও বহু বিদগ্ধজনের প্রশংসা পেয়েছিল। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে
“ভবিষ্যৎ”, “জীর্ণ পাতা ঝরার বেলায়”, “ভ্রমণ কাহিনী”, “শ্রেষ্ঠ কবিতা” প্রভৃতি। অন্যান্য রচনার মধ্যে রয়েছে
“উত্তরযুগ”, “সাইকোপ্যাথ”, “লুপ্ত নাশপাতির গন্ধ” প্রভৃতি।

তাঁর প্রাপ্ত পুরষ্কার এবং সম্মানের মধ্যে রয়েছে “
সুকান্ত পুরষ্কার”, “শক্তি চট্টোপাধ্যায় পুরষ্কার” প্রভৃতি।

২৩ ফেব্রুয়ারী ২০১২, মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণের ফলে, কলকাতার নাগেরবাজারের বাসগৃহে, মাত্র ৫০ বছর
বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি মরণোত্তর দেহ দান করে গিয়েছেন কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজকে।

তিনি তাঁর দল সি.পি.আই.এম-এর একনিষ্ঠ সদস্য ছিলেন। তা তাঁর কবিতায় স্পষ্ট দেখা যায়। সিঙ্গুর
নন্দীগ্রাম আন্দোলনের সময় তিনি তাঁর দলের হয়ে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ফোরামে বক্তব্য
রেখেছেন প্রত্যয়ের সঙ্গে। বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে দিনের পর দিন, তাঁর দলের হয়ে তিনি বক্তব্য
রেখেছেন, এমন এক সময়ে, যখন তাঁর দলের অনেক বড় বড় রাজনৈতিক নেতারাও, সেই সব  আসরে
অংশ গ্রহণ করা থেকে বিরত থাকতে পারলেই হাঁপ্ ছেড়ে বাঁচতেন। এমনকি তিনি রসিকতা ক'রে, নিজেকে
নিজেই “হারমাদ” জয়দেব বসু বলে উল্লেখ করতেন। এক কথায়, তিনি তাঁর দলকে কখনই ছেড়ে যাননি।
কিন্তু পার্টির একজন প্রকৃত শুভানুধ্যায়ী হিসেবে, তাঁর কবিতার মধ্য দিয়ে তিনি তাঁর পার্টির
ক্ষয়িষ্ণু চরিত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতেও ছাড়েন নি।

তাঁর রাজনৈতিক ভাবধারা যাই থাকুক না কেন, কবি হিসেবে তিনি যে বাংলা সাহিত্যে এক বলিষ্ঠ রেখাঙ্কন
করে গিয়েছেন একথা তাঁর চিরশত্রুরাও অস্বীকার করতে পারবেন না।

তাঁর জীবদ্দশায় তাঁর কবিতা এখানে প্রকাশিত না করতে পেরে, আমরা
মিলনসাগরে  নিজেদের দুর্ভাগ্য ও
দুর্বলতা বলে মনে করছি। এখানে তাঁর উনিশটি কবিতা প্রকাশ ক'রে সেই দুঃখ কিছুটা লাঘব করতে  
পারবো বলে আশা রাখি।   

কবি জয়দেব বসুর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

উত্সঃ  calcutta-kolkata-asim.blogspot.in        
.         
www.indiatimes.com     


আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ০৪.০৪.২০১২
...