কবি শ্রীমতী জয়কালীর কবিতা
*
নিশীথকালীন স্তোত্র
কবি শ্রীমতী জয়কালী

নিশীথ সময় ক্রমে সময় পাইয়া,
নিশানাথ সঙ্গীসহ উদিত আসিয়া।
কিবা শোভা হইয়াছে গগন উপর,
নজ্ঞত্র বেষ্টিত তথা পূর্ণ শশধর।
পশুপক্ষি আদি যত হয়েছে নীরব,
নিজ নিজালয়ে বসে করিতেছে স্তব।
বহিতেছে সুখ সেব্য মলয় অনিল,
ধরেছে গগন, বর্ণ সমুজ্জ্বল নীল।
জলচর ভূচর খেচর জীবগণ,
নিশাযোগে নিদ্রাসুখে আছে নিমগন।
জগতের শোভা আহা কিবা মনোহর,
প্রীতিকর শোভাময় পূর্ণ সুধাকর।
জগতে তুলনা দিতে নাহিক তাহার,
জগদীশ! তুমিহে তাহার মূলাধার।
সর্ব্বত্রই দেখি পিতঃ মহিমা তোমার,
শোভাহেতু সৃজিয়াছ জগৎ সংসার।
পর্ব্বত গুহায় আর সলিল কাননে,
শোভিত করেছ কিবা পশুপক্ষী মীনে।
আহা মরি সে শোভার করিতে বর্ণন,
মন যেন ক্ষান্ত নাহি হয় কদাচন।
সকলেই তব প্রেমে হইয়া মোহিত,
করিতেছে নানা সুখে সময় যাপিত।
জড় বস্তু উদ্ভিদাদি হইয়া জাগ্রত,
পালিতেছে প্রভু তব আজ্ঞা অবিরত।
আমিতো তোমার কন্যা অজ্ঞানোর প্রায়,
নাহি কিছু করিতেছি ধর্ম্মের উপায়।
কি প্রকারে তব প্রেম করিব হে পান,
আমি হে অজ্ঞান নারী পশুর সমান।
এই ভিক্ষা দয়াময়! তব স্থানে চাই,
জ্ঞান ভিক্ষা বিতরিয়ে পদে গেহ ঠাঁই।

.        *************************  

.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
প্রভাত স্তোত্র
শ্রী জয়কালী গুপ্ত

অরুণ অভাবে,                তিমির প্রভাবে,
নিস্তব্ধ আছিল ধারা।
ঈশ্বর কৃপাতে,                ভানুর প্রভাতে,
প্রফুল্লিত কলেবরা॥
পাইয়া আলোক,                হইয়া পুলক,
যত বিহঙ্গম আসি!
বসি বৃক্ষডালে,                গায় সুধাতালে,
জগদীশ প্রেমে ভাসি॥
শুনে সে কূজন,                যতেক ভূজন,
সবে পুলকিত হয়।
করি যোড়পাণি,                তাঁরে ধন্য মানি,
নিজকর্ম্মে প্রবেশয়॥
যত পশুগণ,                নিজ প্রয়োজন,
সাধিবারে সবে ধায়।
বনপুষ্প যত,                দেখি প্রস্ফুটিত,
সুখে ভৃঙ্গ মধু খায়॥
লইয়া পসারি,                যতেক ব্যাপারি,
নিজ ব্যবসায়ে চলে।
কিবা সুশীতল,                বহিছে অনিল,
সুধা প্রায় ধরাতলে॥
এই ত্রিভূবনে,                বিবিধ ভূষণে,
ওহে জগদীশ তুমি।
করিয়া সৃজন,                করিছ পালন,
তুমি জগতের স্বামী॥
তব সিংহাসন,                সর্ব্বত্রে স্থাপন,
বিরাজিত সর্ব্বক্ষণ।
মৃত্তিকা সকলে,                নব দূর্ব্বাদলে,
জ্ঞান হয় ফুলাসন॥
মন হুতাশনে,                প্রেমবারি দানে,
সিক্ত করিয়াছ তুমি।
মম বাঞ্ছা যত,                জানত তাবত,
তুমি নাথ অন্তর্যামী॥
সদা বাঞ্ছা করে,                চিত্ত সরোবরে,
ফুটে যে কমল দল।
ভক্তির চন্দনে,                মাখিয়া যতনে,
পূজি তব পদতল॥

.         *************************          

.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর