যুগান্তর চক্রবর্তীর কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
উত্সর্গ
কবি যুগান্তর চক্রবর্তী
তোমার বুকের জামা তুমি খুলে দেবে নিজ হাতে,
আমি চাই। আমার নশ্বর হাত অন্যত্র রয়েছে।
আমি চাই উত্সর্গবিহীন
সব লেখা, সব প্রেরণার আগে তুমি।
তোমার বুকের ’পরে আজ কোনো অপর কবির
দাবি নেই। সমস্ত নশ্বর হাত অন্যত্র রয়েছে।
আমাদেরও মুখোমুখি শুতে হবে,
. ওরা কি বোঝে না!
. ******************
. সূচিতে . . .
মিলনসাগর
দর্পণ, বয়স বাড়ছে
কবি যুগান্তর চক্রবর্তী
কবি বিষ্ণু দে সম্পাদিত এ কালের কবিতা সংকলন, জানুয়ারি ১৯৬৩, থেকে নেওয়া।