প্রথম দল : ১. না না না না না | . মানব না মানব না | . কোটি মৃত্যুরে কিনে নেব প্রাণপণে, . ভয়ের রাজ্যে থাকব না | . অভয় পেয়েছি নূতন দিনের কাছে . দিকে দিকে তাই আশার পতাকা নাচে | . পেশীতে পেশীতে রক্তের লাল আলো, . ধুয়ে দেবে অমাবস্যার যত কালো----- . জয়ের রাজ্যে ঢুকবই মোরা থামব না |
দ্বিতীয় দল :
২. থেমো না থেমো না . মেনো না মৃত্যুর গ্লানি . মানি সবই মানি | . ওদিকে শুনতে পাও কি ক্ষুধার কান্না----
দ্বিতীয় দল : . ৪ কি করে ফিরাব তাদের . মন্ত্র নেই তো মরা বাঁচাবার | . ক্ষুধা-তীর্থের যাত্রীরা . তোরা ফিরে যা . তোরা গ্রামের পথেই ফিরে যা | . হবে না তো কিছু এতে . কি হবে ক্ষুধায় মেতে | . সোনা ফেলে কেন দিয়েছিস . গেরো আঁচলে |
৬. রঙিন আকশের চাঁদের সুধা . ( ওরে ) পান করে নে তোরা আয় . পেয়ালা ভরা নব যৌবন | . মধু ফুলে ভরা এই ঘন মৌবন |
তৃতীয় দল :
. ৭. ভুলব না এ প্রেমের সুরে . ভুলব না আর ভুলব না | . পথে ঘুরে কী-বা করি . রৌদ্রে জ্বলি আর ক্ষুধায় মরি | . ভোর না হতেই মোরা . দোকানের কাছে দিই সারি, . কখনো পথের মাঝে কুকুরের সাথে . করি আহারের লাগি কাড়াকাড়ি |
সকলে :
. ৮. মুক্তিরণের সাথী ওরে মুক্তিরণের সাথী ! . আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান | . শত্রু শোণিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি . আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান . স্থলে বা জলে নভস্থলে কে দেবে বাধা . মোদের অবাধ গতি কে দেবে বাধা ! . অসাধ্য নয় সাধন সাধা | . মানুষের যত বাঁধন ভাঙার . বজ্র রাগিণী গেয়ে ওঠে গান . মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান |
তৃতীয় দল :
. ৯. এখানে লেগেছে আগুন ও ভাই . মায়া-ঘেরা ঘর বাড়ি পুড়ে হল ছাই | . নিভাও আগুন বাঁচাও এ প্রাণ . ( ও ভাই ) নিভাও আগুন বাঁচাও রে | . ধিকি ধিকি আগুন জ্বলে . ( ও ভাই ) আগুন জ্বলে পেটে রে | . আগুন জ্বলে সোনার গোলায় . ( ও ভাই ) আগুন জ্বলে মাঠে রে | . খাক্ হয়ে যায় প্রাণের বাজার . ( পোড়া ) ফসল কে আর কাটে রে |
প্রথম ও দ্বিতীয় দল :
. ১০. ও তোর সাগর শুকায়ে গেল . কপালের কোন্ আগুনে রে . ও অভাগা | . দেখলি নে তুই চেয়ে . পাগল হয়ে ছুটলি কেবল ধেয়ে . নিজের পায়ে লক্ষ্ণী ঠেলে . আজ কি তোর পথেই মরণ রে | . ভাঙা ঘর গড়ার তালে . ওঠ্-না মেতে এই সকালে | . ( তোরা সব ) হাত লাগা-না ছেলে মেয়ে . মৃত্যু ছেড়ে লড়তে হবে যে . জীবনের লাল ফাগুনে রে |
দ্বিতীয় দল : . ১১. পথে পথে শঙ্কা . মোড়ে মোড়ে বাজে মৃত্যুর জয়ডঙ্কা | . ধনগৌরবে মাখা যুদ্ধের অঙ্গ | . আমরা তো সৈনিক . বুভুক্ষ দৈনিক . আমরা কি দেব রণে ভঙ্গ |
প্রথম দল : . ১২. হিংসা হেনেছে কত অস্ত্র . ধর্ষিতা পৃথ্বীরে করেছে বিবস্ত্র | . থেমে যায় গান, . ভেঙে পড়ে সৌধ . ভেঙে পড়ে সুন্দর স্তম্ভ | . নিরীহ শিশুরে মারে নিষ্ঠুরতম, . এই শুধু হিংসার দম্ভ |
প্রথম ও দ্বিতীয় দল: . ১৩. মানুষের মুক্তির যুদ্ধে আমরা যে সৈনিক | . মরেছি, মেরেছি লক্ষ শত্রুকে যে দৈনিক | . জীবনের সৌধকে গড়ব . মৃত্যুর সাথে তাই লড়ব | . মানুষের শত্রুকে আকাশের মাটিতে কাটি দৈনিক | . আমরা যে মুক্তির সৈনিক |
তৃতীয় দল :
. ১৪. ও শহরের বন্ধু রে ! . ঘরের বার করল দেখি আমারে | . নির্দয় এই বন্যা এলো . মাঠ-পোড়ানো আকাল এলো গো . আর যা ছিল মাঠের সোনা . দস্যু এসে লুঠলো রে | . ঘরের বার করল দেখি আমারে | . মরীচিকার ফাঁদে পড়ে . এখন মরি শহরে | . ঘরের বার করল দেখি আমারে |
প্রথম ও দ্বিতীয় দল :
. ১৫. আমরা আছি কাছাকাছি . ভয় কি তোদের . যা গেছে তা গেছে রে---ভয় . নেই তো মোদের | . আমরা সবাই লড়ছি, . যে যার মতো গড়ছি, . গ্রামের বন্ধু মরলে কোথায় . ভরসা মোদের | . শত্রু প্রবল হলে ততই . মারব ওদের |
চতুর্থ দল : . ১৬. হেঁইও হো হেঁইও হো | . ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাহু ওঠাবেই | . প্রাণের দেউলে কত বঁধুরা প্রদীপ জ্বালাবেই | . মযূরপঙ্খী ভাঙা জোড়া দেয় মাঝি . সারা দিন রাত . হাতুড়ি ও বাটালির শব্দে . মুখর এ নদী প্রান্তর | . হেঁইও হো হেঁইও হো |
. ২১. দূরের বন-গন্ধ নব ছন্দ আনে প্রাণে . কন্ঠে প্রতিরন্ধ্রে প্রতিবন্ধ ভাঙে গানে | . এবার মোরা বাঁধব কটি ঋজুতা ভরি অঙ্গে . সবার সাথে মিতালি হাতে কাটাব নব সঙ্গে | . জয়ের পানে বজ্র বুকে দীপ্ত মুখে যাত্রা | . কে দেবে বাধা মোদের পায়ে প্রবল দ্রুত মাত্রা |
দ্বিতীয় দল :
২২. আবার দেখেছ আবার শুনেছ কি . গান ছিঁড়ে ছিঁড়ে উঠে আসে পথে কঙ্কালসার ধ্বনি | . পারবে না কি এ দুর্ভিক্ষেরে ঠকাতে . শকুনির মেঘে ছেয়ে গেছে এ আকাশ . লোলুপ চঞ্চু শাণিত বিজুলী হানে . ভুলো না কিছুতে ভুলো না . কঠিন কর্মপন্থা চপল গানে |
প্রথম ও পঞ্চম দল :
২৩. পারব ঠেকাতে পারব, . ধরব চোর, ধরব চোর, ধরব | . পালাবে কি তারা লভ্যের আড়ালে . দুর্ভিক্ষের দূত এরা মৃত্যুর | . যারা শবের বুকের উপরে চালায় . অমিত লাভের নৃত্য . জনগণ আয়ু বেচে কিনে যারা . জমায় প্রচুর বিত্ত . এরা চোর, এরা শত্রু . মরবে টুঁটি-চেপা হাত বাড়ালে . ধরব চোর, ধরব চোর, ধরব |
সকলে :
২৪. এবার মোরা ঠিক করেছি . সবাই মিলে যুঝব, . নিজের গন্ডি পেরিয়ে আমরা . পরস্পরকে বুঝব | . অনেক দুঃক অনেক মৃত্যু বহু লাঞ্ছনা পেরিয়ে . মহামারীর ওই চিতাবহ্নিকে এড়িয়ে . নূতন রাজ্য গড়ব |
যষ্ঠ দল :
২৫. আমরা ফিরি করি পথে বিড়ি পাকাই | . কলে ও কারখানায় . নিজেদের আয়ু বিলিয়ে যাই . আমরা মার খাই, তবু মার দিই . আর বেঘোরে মরি, . যুঝবই তবু গড়বই মোরা কাহারে ডরি |
সকলে : ২৬. আমরা জনসাধারণ, মোরা সাধারণ জনসাধারণ | . আমরা খাটি, আমরা লড়ি, আমরা মরি, . আমরা উঠি আমরা পড়ি আমরা গড়ি | . অনেক দূতের মন্ত্রণা নিই কানে, . তাইতে ফিরি মোরা হাজার টানে, . কেউ বা বলে ভাঙো আগুন জ্বালো, . কেউ বা বলে গড়ো জ্বালাও আলো . হাজার টানে হয়রান মোরা আমরণ !
তৃতীয় দল :
. ২৭. দেখ্ ছ কি সবই উজার হোলো | . ( আহা ) ম্যালেরিয়ায় দেশ ছাইল . ( আহা ) মহারোগে দেশ ছাইল . দেখ্ ছ কি সবই উজার হোলো | . এককালে সব ঘরে ঘরে . ছিল প্রাণের হাসি . এখন ঘরের লোককে চিতায় তুলে . হলেম শ্মশানবাসী | . ভেঙে গেল সোনার হাটে প্রাণের মেলা দেখছ কি . দেখছ কি সবই উজার হোলো |
প্রথম, দ্বিতীয় ও সপ্তম দল:
. ২৮, ভাঙ্ তে দেব না সোনার গ্রাম . ভাঙ্ তে দেব না এ শহর . দেব না কিছুতে দেব না . কান্নায় ভরা গ্রামেতে প্রাণের হাসিকে ফোটাব |
প্রথম, দ্বিতীয় ও সপ্তম দল :
. ২৯, মরে যেতে দেব না . আমার প্রানের অনুচর . ভেঙে গেলে ফের বাঁধি ঘর | . ( মরে যেতে দেব না ) . আমরা চিকিত্সক . ফুটো আয়ু মোরা জোড়া দিই . আর ছেঁড়া দেহে জুড়ি ত্বক | . সকলেরে দিই আশা . ওষুধের তূণও আছে অসংখ্য . রোগজয়ী বাণে ঠাসা | . ( মরে যেতে দেব না ) . কত গ্রাম কত জনপদ গেছে মুছে . শকুনিরা সব খেয়ে গেছে চেঁচে পুঁছে | . তবু মরণের মুখে তুড়ি দিয়ে আনি . মৃতপ্রায় মনে আশা . আবার ফোটাব প্রাণের উপনিবেশে . নবজীবনের ভাষা |
তৃতীয় দল :
. ৩০. ওই বুঝি প্রভাতের প্রথম আলোর চূড়া দেখা যায় | . তবু দেখো যেতে হবে দূর . পথ হবে খুব বন্ধুর . এখন তো বাঁধনের বোঝা . ঝেড়ে ফেলে যেতে হবে দূর | . ওই বুঝি আলোকের প্রথম তোরণ চূড়া . দূড়ে দেখা যায় |
পঞ্চম দল : ৩১, শুনেছি শুনেছি শুনেছি তো সেই গান . আমরা বাঁধব কি সে সুরে মোদের প্রাণ . একি শুধু মিছে ছলনারই আহ্বান |
প্রথম দল : ৩২. নয় নয় এ তো ছলনা বাঁধন ছিঁড়েছে ওই ; . শিকল ভাঙার আর্তনাদ কি শুনি | . মানুষ জেগেছে বঞ্চিত পদানত . অধিকার তার জাগে বিশ্বের দ্বারে . শিকল ভাঙার মুক্তির ঝংকারে |
সমবেত :
. ৩৩, অসহ্য অসহ্য অসহ্য ! ! . ভেঙে ফেল ভেঙে ফেল . ভেঙে ফেল এই কারা, . শত পাকে ঘিরে বাঁধে নিষ্ঠুর লৌহ, . তবু প্রাণ পাক ছাড়া | . শুনেছি আকাশে মুক্ত পাখির গান . শুনেছি আকাশে ঝড়ে ঠাসা মেঘে . বজ্রের স্বরলিপি | . খন্ড খন্ড করে ফেল বিধিলিপি . ( মোদের ) পারবে না, পারবে না আর বাঁধতে | . ভেঙে ফেল এই কারাগার . প্রাণ কল্লোলে গরজে মুক্তি পারাবার ||