কবি কবিরুল ইসলাম - জন্মগ্রহণ করেন বীরভূম জেলায়।

১৯৫৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী ভাষা ও সাহিত্যে এম.এ. পাশ করে, ঐ বিষয়েরই
অধ্যাপক।

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “কুশল সংবাদ” (১৯৬৭), “তুমি রোদ্দুরের দিকে” (১৯৭১), “বিদায় কোন্নগর”
(১৯৭৫), “রওনাম নইমের কবিতা” (উর্দু থেকে তর্জমা, সম্পাদনা ও বহুলাংশিক রূপান্তর, ১৯৭৬),
“বিবাহবার্ষিকী” (১৯৭৭), “বিকল্প বাতাস” (১৯৭৮), “আত্মখনন” (২০০৪) প্রভৃতি। এছাড়া তিনি ১৯৭৯ সালে
“ছন্দ” নামে একটি বার্ষিকপত্র সম্পাদনা করেন।

মৃদু ও মিতভাষী, পরিচিত জীবনের প্রতিমা ও সংযত ছন্দস্পন্দ তাঁর কাব্যের বৈশিষ্ট।

আমরা কৃতজ্ঞ শ্রী সমরেশ মণ্ডলের কাছে যিনি আমাদের কবির ছবিটি পাঠিয়েছেন।
তাঁর ইমেল -
koylakuthi@gmail.com এবং চলভাষ - +৯১ ৯১৫৩১৬৮৬০৪


আমরা
মিলনসাগরে তাঁর কবিতা তুলে আনন্দিত |


উত্সঃ  ডঃ শিশিরকুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী, ২০০৩   
.         উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন ও পরেশ মণ্ডল সম্পাদিত সংকলন ‘কবিতা : ষাট সত্তর’, ১৯৮২   





আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



পাতাটি প্রথম প্রকাশিত হয়েছে - ২২.১২.২০১১।
কবির ছবির সংযোজন - ২৮.৫.২০২০।
...