এখন শুধু রৌদ্র, সারাদিন রৌদ্র-----
হে প্রকৃতি, তাকে আনো, মায়ের আকাশ খুব পূর্ণ করে দাও |
. ******************
. সুচিতে...
মিলনসাগর
কবি কালীকৃষ্ণ গুহর কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
ঝাউগাছ
কালীকৃষ্ণ গুহ
ফেরা
কালীকৃষ্ণ গুহ
------ রবীন্দ্রনাথের কোন মূর্তি সব থেকে ভাল লাগে ?
------ সেইরকম ধ্যানী মূর্তি যেমন রামকিংকর গড়েছিলেন
কাকের ডাক এসে পড়ে
------ কীরকম ধ্যান ?
------ অনেক বেদনা নিঃশব্দে বহন করেছিলেন যিনি তাঁর ধ্যান
একটানা কাকের ডাক
------ কী ছিল সেই ধ্যানের মধ্যে ?
----- ভোরবেলার পৃথিবী ভোরের আকাশ মেঘ সূর্যোদয়
------- আর কিছু ?
------- আর রাত্রি পুত্রশোক নক্ষত্র প্রবাহিত মহাবিশ্ব
একটানা কাকের ডাক এসে পড়ছিল এই কথোপকথনের মধ্যে
. ******************
. সুচিতে...
মিলনসাগর
মায়ের আকাশ
কালীকৃষ্ণ গুহ
যে আসতে চায় তাকে আনো, হে প্রকৃতি |
মায়ের আকাশ খুব বড়ো, মায়ের আকাশ
পূর্ণ ক’রে দাও |
আমাদের এখানে খুব স্বর লাগে, ভীষণ কুয়াশা লাগে
মায়ের আকাশ ঘিরে ভোর হয়, বারবার ভোর হয় |
২
হে প্রকৃতি, তাকে আনো | দিন তো যায়-----
করুণা জাগে, ঘুম পায় খুব
তাহলে ঝাউগাছগুলির কথা তোমাকে বলি | স্কুলের পা
শিশুদের কোরাস আর ঝাউগাছ | রাত্রির অন্ধকারে ঝাউ
যখন, তখনো হাওয়ার শব্দে বোঝা যেতো তাদের অবস্থা
আবার দেখা যেতো তাদের | আর কিছু পাখি ছিলো
কতটুকু বলা যাবে ?
তোমাকে দেখাতে চাই সেই রাস্তা, সেই শিশুদের স্কুল, সেই
সেই নির্জনতা---
সমস্ত ক্লান্তি এবং অনুশাসনের গল্প বলা শেষ হয়েছে | এক
পর দ্বিতীয় পর্ব | চলো, হাঁটি | মাথার উপরে নক্ষত্রলোক
হয়ে এলো--------
. ******************
. সুচিতে...
মিলনসাগর
র পথ অন্ধকার ছিলো | অনেক কোলাহলের পর চার্চের দিকে
ণীদের কাছ থেকে---- তাদের চিত্কার এবং উল্লাস পার হয়ে----
ত্রি | পথের একপাশে কে দাঁড়িয়ে আছে ? কাছে এলে চেনা যায়
মার অগ্রজ, ভূতগ্রস্থ | প্রথমে সে জড়িয়ে ধরে তোমাকে,
ন্ধকারে লাফিয়ে ওঠে | কেবলই আর্তনাদ করে সে | শেষপর্যন্ত
পাঠিয়ে তুমি চার্চের দিকে হাঁটতে থাকো |
ছেন ?”
পেয়েছো বারবার : নেই |
?”
শেষে কী আছে তাহলে ?”
”
তে এক উন্মাদ প্রেমপত্র | আরো অনেক উন্মাদনা ফেলে এসেছো
বিশ্বাস ভেঙে পড়ছে ক্রমশ | তবু হাঁটতে হাঁটতে এগিয়ে যাওয়া |
.লো ছড়িয়ে পড়েছে |
-শয্যায় কে ? ----------- এগিয়ে যাও তুমি |
প্রেম
কালীকৃষ্ণ গুহ
রাস্তা জুড়ে ড়া ফুটেছে |
মাঝে মাঝে ড়া জারুল নিম |
বারান্দায় দা ঁ তুমি অবাক হয়ে দেখছ |
অবাক হবা কিছু আছে ?
রোজই তো কই দৃশ্য দেখা |
বিকেল গড়ি ন্ধে | গ্রীষ্মকাল |
তবু তুমি এ দেখে অভিভূত হয়ে পড়ছ আজ |
আজ তোমা শে সেই রমণী যাকে তুমি
. ভালোবাসতে চেয়েছিলে
যে তোমাকে লোবাসেনি কোনোদিন |
কথোপকথন
কালীকৃষ্ণ গুহ