কবি কল্যাণী সরকারের কবিতা
*
.        কভু বরষার ভরা নদী সম গরবে,
.                কভু বা সজল নয়নে,
.        আলোছায়া দিয়ে বুনে চল মায়া কভু বা,
.                কভু যাও ফুলচয়নে!

.        নিতি নবরূপে দেখা দাও তুমি আসিয়া
.        কভু ম্লানমুখে, কভু উচ্ছ্বাসি হাসিয়া
.        কভু ধরা দাও, কভু দূরে যাও ছুটিয়া,
.                কভু চাহ মুখপানে,
অবগুণ্ঠনে আপনারে তুমি কভু বা
.                ঢেকে রাখো সয়তনে।

.        কভু আস তুমি কুন্তলরাশি এলায়ে,
.        কভু ঝরাফুলে শিথিলকরবী সাজায়ে,
.        কভু দেখা দাও সিতবাস পরি,
.                কভু রক্তিমবসনা,
.        নয়নের কোণে কটাক্ষ হানো
.                কভু বা উদাস নয়না।

.        শুধু ভাঙ্গিগড়ি তোমার মূরতিখানি
.        নিতিনবরূপে সাজাই হৃদয়রাশি!
.        কভু বা স্তব্ধ, কভু বা মুখরা চপলা---
.                বিচিত্র তব খেলা,
.        মুগ্ধনয়নে চেয়ে থাকে শুধু, মানসী!
.                কাটে মোর সারা বেলা।

.        মঞ্জীর-ঘায়ে শতফুল উঠে ফুটিয়া,
.        অন্তর মোর সব বন্ধন টুটিয়া
.        আরুলিয়া ওঠে বরণ ডালাটি সাজাতে
.                তোমারি লাগিয়া রাণি!
.        তুমি মোর প্রিয়া, তুমি মোর সব সাধনা---
.                আমার কবিতাখানি!!

.                 *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
আমার কবিতা
কবি কল্যাণী সরকার

অন্তরমাঝে নুপুর তোমার বাজে চিরনিশিদিন