কবি কামিনী দাসীর কবিতা www.milansagar.com |
স্তোত্র কামিনী দাসী ওহে বিশ্বনাথ, বিশ্বজন তাত, বিশ্বের পালক প্রভো ! অবোধ রসনা, বিষম বাসনা, করিতেছে ওহে বিভো ! তোমার মহিমা, অপার অসীমা, বর্ণিবারে করি মন ওহে দয়াময়, দাও হে অভয়, আমি অতি হীন জন | যে দিকে নয়ন, ফিরাই যখন, হেরিতে রচনা তব, সৃষ্ট-বস্তু-শোভা, মনঃ প্রাণলোভা তার কি উপমা দিব ; রবি, শশী, তারা সিন্ধু, বসুন্ধরা, হয়ে সবে এক তান, মহিমা তোমার, অনন্ত অপার, করিতেছে সদা গান ; প্রফুল্ল কমল, তাহে ভৃঙ্গ-দল, গুন্ গুন্ গুন্ স্বরে, মধুর স্বননে, তোষে প্রাণীগণে, মরি কি পিযুষ ক্ষরে প্রভাত সময়, অরুণউদয়, জানিয়া বিহঙ্গগণে, সুমধুর স্বরে, কলরব করে, বর্ণি বিভু-গুণ-গানে ; পুনশ্চ যখন, লোহিত-বরণ, যান রবি অস্তাচলে, বিহগ-নিকর, পূরিত-উদর, জয়-ধ্বনি দিয়া চলে | তোমার শাসনে, এ মহী-ভুবনে, ছয় ঋতু সুবিরাজ, তব আজ্ঞা-ক্রমে, নিযুক্ত নিয়মে, সাধিতেছে নিজ কায | করুণা-সাগর, ওহে সৃষ্টিকর, তোমারি করুণা-বলে, জীব, জন্তু যত, স্ব স্ব মনোমত, বাস করে জলে স্হলে | রোগ, শোক, পাপ, সকল সন্তাপ ; নাশ করে তব নামে, মূঢ় যেই জন, না লয় শরণ, ও চরণ-মোক্ষ-ধামে | ওহে বিশ্বপতি, আমি হে অতিথি, তব ভক্তি-সুধা-আশে, পদ প্রান্তে স্থান, কর হে প্রদান ; মজি ব্রহ্ম-প্রেম-রসে | . ******************** সূচিতে... মিলনসাগর |
সন্ধ্যা কামিনী দাসী ধরিয়া আরক্ত ছবি, অস্তাচলে চলে রবি’ দিবস হইল অবসান, অদর্শনে দিনমণি, সরোবরে কমলিনী, দুঃখ-ভরে ঢাকিল বয়ান ; পদ্মে দেখি মুকুলিত, ভৃঙ্গকুল বিষাদিত ; ইতস্ততঃ ভ্রমিয়া বেড়ায়, কমল-অন্তরে কেহ, লুকায় আপন দেহ, মনোসুখে যামিনী কাটায় | অস্তমিত দিনমণি, করিয়া কাকলীধ্বনি, খগকুল আসে নিজ বাসে ; নীড়স্থিত শিশুগণে, দেয় অতি সযতনে, আহারীয় মনের উল্লাসে | গোপাল গো--পাল লয়ে গৃহ--মুখে আসে ধেয়ে, গো-ক্ষুরে উথ্বিত ধূলি--রাশি | পরিশ্রমী নরগণ, বিরাম লভে এখন, সন্ধ্যা-বায়ু সেবনে উল্লাসী | বন উপবন মাঝে, মধু পিয়ে কুতূহলী, গুন্ গুন্ স্বরে গায় গীত | রজনী আগতা দেখি ; কুমুদী প্রফুল্ল মুখী, ভাসিতেছে সরসী--সলিলে, দিনমণি আগমনে, মুদিবে চারু বদনে, বিজরিত হবে দুঃখজালে | ক্রমে সন্ধ্যা গত হলো, যামিনী কামিনী এল, নবরূপ ধরিল ধরণী, আলোক জ্বালিয়া তবে, গৃহ--কর্ম্ম করে সবে, শিশু কুলে তোষেন জননী | . ******************** সূচিতে... মিলনসাগর |