কবি কনক মুখোপাধ্যায় – মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী জননেত্রী ছিলেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “বন্দী ফাল্গুন”, “সূর্য উঠবে বলে”, “নির্বাচিত কবিতাসংগ্রহ”। তিনি
“একসাথে” পত্রিকার সম্পাদনাও করেছেন।
কবি কনক মুখোপাধ্যায়ের একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে
আমরা, আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি কনক মুখোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টার সার্থকতা।
উত্স - নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বাংলা কবিতা সমুচ্চয় ২, ১৯৯৩।
কবি কনক মুখোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২১.০৮.২০১৩
...